#উত্তর ২৪ পরগনা: নব ব্যারাকপুর কলোনি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ে ১২-১৪ বছর পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি শুরু হল। ছেলেদের বিদ্যালয়ে ৬০০র বেশি পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে এবং বালিকা বিদ্যালয়ে সাড়ে পাঁচশো জন পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে বলে জানান দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা। নব ব্যারাকপুর পুরসভার উদ্যোগে পড়ুয়াদের সুস্বাস্থ্য সুরক্ষায় এদিন সকাল থেকে নব ব্যারাকপুর কলোনী উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ে টিকাকরণ করা হল ১২-১৪ বছর বয়সী পড়ুয়াদের। ষষ্ট থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য এই টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে বিদ্যালয়ের পড়ুয়াদের কো-উইনে নাম নথিভুক্ত করে স্বাস্থ্যকর্মীরা টিকা দিলেন ছাত্র ছাত্রীদের। যেহেতু ১২ - ১৪ বছর বয়সী পড়ুয়া তাই অভিভাবকদের উপস্থিত থাকতে হয়েছে, কারণ কোনরকম প্যানিক কারোর মধ্যে যেন তৈরি না হয় সেই কারণে।
সরকারের এই উদ্যোগ অভিভাবকরা যথেষ্ট খুশি। পুরসভার উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়াদের এই টিকাকরণ কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলের। বিগত কয়েক বছর ধরে করোনা মহামারী রীতিমতো ভয়ে ধরিয়েছে বিশ্বে। মৃত্যু মিছিল দেখেছে গোটা দেশ। চলেছে লকডাউন। বন্ধ থেকেছে শিক্ষাঙ্গন থেকে পড়াশোনা খেলাধুলা। করোনার গ্রাফ নীচে নামতেই কিছুটা স্বস্তি, খুলেছে বিদ্যালয়গুলি। তবে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারে কোন প্রকার ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য সরকার। তাই অবিলম্বে পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয় সরকারি নির্দেশ মেনে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।