North 24 Parganas: ক্যারাটেতে গোল্ড মেডেল জয় বনগাঁর ন'বছরের রূপসার

Last Updated:

ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ স্বর্ণপদক পেল বনগাঁর একরত্তি মেয়ে রুপসা ধর। সম্প্রতি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

+
ন'বছরের

ন'বছরের রুপসা ধর

উত্তর ২৪ পরগনা: ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ স্বর্ণপদক পেল বনগাঁর একরত্তি মেয়ে রুপসা ধর। সম্প্রতি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ওই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব নয় বছর বয়সে প্রতিযোগিতায় ২৩ কেজি বিভাগে অংশগ্রহণ করে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর চাঁপা বেরিয়ার বাসিন্দা রুপসা ধর। অবশেষে প্রতিযোগিতায় সবকটি ধাপ পেরিয়ে গোল্ড মেডেল জিতে নেয় রুপসা। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেতে চায় সে। রূপসা জানায়, \"আমি ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে খুব খুশি। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই।\" মেয়ের সাফল্যে খুশি তাঁর পরিবার। ভবিষ্যতে মেয়েকে আরও বড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং সাফল্য অর্জন করতে দেখতে চান তাঁর বাবা মা। রূপসার মা বলেন, \"ছেলে মেয়ের সাফল্য সব বাবা-মাকেই আনন্দ দেয়। আমি মেয়ের সাফল্যে গর্বিত। ভবিষ্যতে মেয়েকেআরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক ছিনিয়ে আনবে।\" সাত বছর বয়স থেকে রুপসা সুমন বিশ্বাসের কাছে ক্যারাটের প্রশিক্ষণ নিতে শুরু করে। দিনে প্রায় আট ঘন্টা প্রশিক্ষণ নিত সে। এবছরই প্রথমবারের জন্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নেয় এবং সবকটি ধাপ পেরিয়ে স্বর্ণপদক লাভ করে রূপসা। ছাত্রীর সাফল্যে খুশি তার প্রশিক্ষক সুমন বিশ্বাসও। বনগাঁতে বেশ কয়েকটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সুমনের। সেখানে গিয়ে প্রশিক্ষণ নিত রুপসা। সুমনের প্রশিক্ষণ কেন্দ্র থেকে এবছর ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মোট ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে রুপসা স্বর্ণ পদক পায় এবং অন্য আরেকজন প্রতিযোগী ব্রোঞ্জ পদক লাভ করে। প্রশিক্ষক সুমন বিশ্বাস জানান, \"রুপসা খুব ভালো করে প্রশিক্ষণ নিত। রুপসা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বর্ণপদক ছিনিয়ে এনেছে, ওর সাফল্যে আমি গর্বিত।\"
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: ক্যারাটেতে গোল্ড মেডেল জয় বনগাঁর ন'বছরের রূপসার
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement