North 24 Parganas News: শীতের দিনে 'আউটিং' চাই? এই একটি বাসেই এবার বারাসাত থেকে পৌঁছে যান ইকোপার্ক

Last Updated:

আগামী দিনে পরিবেশবান্ধব এই বাসে যাত্রীদেরও আগ্রহ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

+
ব্যাটারি

ব্যাটারি চালিত বাস

#উত্তর ২৪ পরগনা: জেলা সদর বারাসাত থেকে এবার ইলেকট্রিক বাসেই পৌঁছে যাওয়া যাবে ইকোপার্ক, সেক্টর ফাইভ। বারাসাত থেকে এই প্রথম ব্যাটারি চালিত বাস চালু হয়েছে কয়েকদিন আগে। চাঁপাডালি-তিতুমীর বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত EB-12 বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরাও। বারাসাত থেকে তথ্যপ্রযুক্তি নগরীতে যাওয়ার এ ধরনের বাস আগে ছিল না। যারা ইকোপার্ক বা সেক্টর ফাইভে কর্মসূত্রে যাতায়াত করেন তাদের জন্য এই রুট যথেষ্টই গুরুত্বপূর্ণ। ফলে উদ্বোধন হওয়া ব্যাটারি চালিত বাস পরিষেবায় উপকৃত হবেন বহু মানুষ।
গত সপ্তাহ থেকে বাস পরিষেবা চালু হলেও, যাত্রীদের কাছে তেমন কোনও তথ্য না থাকায় প্রথম কয়েকদিন সেই অর্থে যাত্রী দেখা যায়নি। তবে যাত্রী সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ব্যাটারি চালিত এই রুটের বাসে,  জানালেন চালক এবং  কন্ডাক্টর। বাসে উঠলে ন্যূনতম ভাড়া ২০ টাকা এবং শেষ গন্তব্য সাপুরজী পর্যন্ত ভাড়া রাখা হয়েছে ৪৫ টাকা। বাসে চড়ে দারুণ মজা৷ না আছে কোনও আওয়াজ, না আছে কোনও ঝাঁকুনি। বারাসত চাঁপাডালি থেকে ছেড়ে যশোররোড ধরে এয়ারপোর্ট এক নম্বর হয়ে ভিআইপি রোড, তারপর হলদিরাম দিয়ে বামদিক ধরে চিনারপার্ক, ইকোপার্ক, ইকোস্পেস, আলিয়া ইউনিভার্সিটি হয়ে বাস চলে যাবে সাপুরজী পর্যন্ত।
advertisement
advertisement
সেই অর্থে এই বাস রুটের প্রচার এখনও সে ভাবে হয়নি বলে বর্তমানে যাত্রী সংখ্যা কিছুটা কম তবে WBTC কর্মীদের দাবি, যাত্রী সংখ্যা বাড়বে এই গুরুত্বপূর্ণ রুটে। প্রথম এই ব্যাটারি চালিত বাস চালু হল। আগামী দিনে আরও ব্যাটারি চালিত বাস বাড়বে বলে আশাবাদী সংস্থাসহ যাত্রী সাধারণ। আপাতত এই রুটে চারটি বাস চলছে সকালে থেকে। শীতাতপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইকো ফ্রেন্ডলি ভেইকেল এটি। আগামী দিনে পরিবেশবান্ধব এই বাসে যাত্রীদেরও আগ্রহ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শীতের দিনে 'আউটিং' চাই? এই একটি বাসেই এবার বারাসাত থেকে পৌঁছে যান ইকোপার্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement