Bangla News: 'আমার ঠিকানা তাই...'! বৃদ্ধ মাকে স্টেশনে ফেলে গেল ছেলে, ঠাঁই হল ভবঘুরেদের সঙ্গে

Last Updated:

Bangla News: অসহায় বৃদ্ধাকে স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে! এমনই অমানবিক অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় অশোকনগর স্টেশন এলাকায়।

+
অসহায়

অসহায় বৃদ্ধা!

উত্তর ২৪ পরগনা: অসহায় বৃদ্ধাকে স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে! এমনই অমানবিক অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় অশোকনগর স্টেশন এলাকায়। অবশেষে, ওই বৃদ্ধা মহিলাকে বিধায়কের নির্দেশে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর রবীন্দ্র নিকেতনে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা রুনু কর্মকার বয়স প্রায় ৭০ এর কোঠায়। শরীরের ডান হাত প্যারালাইসিস, ঠিক ভাবে হাঁটতে চলতেও পারেন না ওই বৃদ্ধা। সেই অবস্থায় তাঁর ছেলে তাঁকে অশোকনগর স্টেশনে ফেলে রেখে দিয়ে চলে যায় বলেই অভিযোগ। অসহায় অবস্থায় দুদিন অশোকনগর স্টেশনে পড়ে ছিলেন ওই বৃদ্ধা।
advertisement
advertisement
পরবর্তীতে এদিন এই ঘটনার খবর পৌঁছায় অশোকনগর এর বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে। তাঁর নির্দেশে, পরবর্তীতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসা হয় রবীন্দ্র নিকেতনে ভবঘুরেদের আশ্রয়স্থলে। যদিও ঠিক কীভাবে তিনি স্টেশনে আসলো তা এখনো বুঝে উঠতে পারছেন না ওই বৃদ্ধা। বিষয়টি নিয়েই ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা।
advertisement
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই আয়া নিযুক্ত করে সেবা-শুশ্রুষা চলছে ওই বৃদ্ধার। মাতৃসদন হাসপাতালে চিকিৎসকদেরও দেখানো হয়েছে ওই বৃদ্ধাকে চিকিৎসার জন্য। আপাতত এই ভবঘুরেদের আশ্রয়স্থল রবীন্দ্র নিকেতনেই থাকছেন ওই বৃদ্ধা। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: 'আমার ঠিকানা তাই...'! বৃদ্ধ মাকে স্টেশনে ফেলে গেল ছেলে, ঠাঁই হল ভবঘুরেদের সঙ্গে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement