Bangla News: ভয়াবহ ঘটনা! বাজারে এ কী বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল বিজেপি প্রার্থী
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bangla News: শনিবার রাতে গোবরডাঙ্গা থানার মছলন্দপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গা প্রতাপনগর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে।
গোবরডাঙ্গা: বিপুল পরিমাণ বন্দুকের গুলি বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার এবারের পঞ্চায়েত ভোটে দাড়ানো বিজেপির দুই প্রার্থী। শনিবার রাতে গোবরডাঙ্গা থানার মছলন্দপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গা প্রতাপনগর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে।
advertisement
তাঁদের কাছ থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তলের ১৫ টি গুলি এবং বারোবোর দোনালা বন্দুকের ২৫ টি গুলি, মোট ৪০ টি গুলি উদ্ধার হয় দু‘জনের কাছ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসুদেব চক্রবর্তী এবং বিক্রম ঠাকুর দুজনেরই বাড়ি অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
advertisement
বাসুদেব চক্রবর্তী চলতি বছরের পঞ্চায়েত ভোটে হাবড়া দুই নম্বর ব্লকের অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী হয়েছিলেন, এবং ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর বুথ থেকে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন বিক্রম ঠাকুর। অভিযুক্তদের কাছে এত গুলি আসল কোথা থেকে এবং কার কাছেই বা বিক্রি করতে এসেছিল জানতে ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে রবিবার বারাসাত আদালতে তাঁদের পেশ করে গোবরডাঙ্গা থানা।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: ভয়াবহ ঘটনা! বাজারে এ কী বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল বিজেপি প্রার্থী