North 24 Parganas: সেজে উঠছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম

Last Updated:

সেজে উঠছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিই বাস্তবে রূপ পেতে চলেছে এই তীর্থস্থানে

+
সৌন্দর্যায়ন

সৌন্দর্যায়ন চলছে চাকলা ধামে

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: রনে, বনে, জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব । এই উদার্ত্ত আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিন কয়েকশো পুর্নার্থী আসেন বাবা লোকনাথ ব্রক্ষ্ণচারীর জন্মস্থান উত্তর ২৪ পরগনার চাকলা ধামে। তবে বিশেষ দিনগুলোতে লক্ষাধিক পুর্নার্থীর সমাগম হয়। ভক্তদের বিশ্বাস বাবার পবিত্র চরনে যদি একবার ভক্তিভরে প্রনাম করা যায় তবে বাবা ভক্তের মন বাসনা পুর্ন করেন। বেশ কয়েক বছর ধরে চাকলার লোকনাথ ধাম পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাজ্যের বিভিন্ন তীর্থস্থানের সৌন্দর্যায়ন ও উন্নয়নে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। একসময় চাকলা মন্দিরের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা রেখেছেন তিনি। চাকলার লোকনাথ মন্দিরের উন্নয়নের জন্য ব্যয় হচ্ছে কয়েক কোটি টাকা। উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জানা গেছে, মন্দির প্রাঙ্গনের সৌন্দার্যায়ন, ডালা আর্কেড, পুর্নার্থীদের জন্য শৌচালয়, মন্দিরে ঢোকার আগে বিশ্ব বাংলা গেটের আদলে তৈরি হচ্ছে তোরন। ভক্তদের সুবিধার জন্য তৈরি হবে অত্যাধুনিক সুবিধাযুক্ত গেস্ট হাউজ। মন্দিরের উন্নয়নে রাজ্য সরকার এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেছেন লোকনাথ মন্দির কমিটি। রাজ্য সরকারের বরাদ্দ অর্থে চাকলা মন্দিরে আসার দুটি রাস্তার সংস্কার শুরু করেছে পিডব্লিউডি। সামনেই আসছে লোকনাথ বাবার উৎসব তার আগে এই গোটা সৌন্দর্যায়ন শেষ করা যায় কিনা এখন সেটাই দেখার। প্রতিদিনই প্রায় হাজার খানেক ভক্তের ভিড় হচ্ছে এখন। মন্দির প্রাঙ্গণ সেজে উঠলে দূর-দরান্ত থেকে আসা ভক্তদের পাশাপাশি সুবিধা লাভ হবে স্থানীয় ব্যবসায়ীদেরও।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: সেজে উঠছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement