Asian Games 2023: চিনকে হারিয়ে নৈহাটির দুই বঙ্গ তনয়া টেবিল টেনিসে উজ্জ্বল করলেন ভারতের মুখ
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
চিনকে হারিয়ে নৈহাটির দুই বঙ্গ তনয়া টেবিল টেনিসে উজ্জ্বল করলেন ভারতের মুখ ৷
উত্তর ২৪ পরগনা: চিনকে হারিয়ে ভারতের হয়ে নৈহাটির দুই বঙ্গ তনয়া যা করে দেখালেন তা বাংলার মহিলাদের টেবিল টেনিসের ইতিহাসে নজির হয়ে রইল। এশিয়ান গেমসে দুই বাঙালি মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায় ছিনিয়ে আনলেন ব্রোঞ্জ পদক।
টেবল টেনিসের মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জুটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তারা। এশিয়ান গেমসে টেবল টেনিসে ভারত এর আগে কোনও পদক পায়নি বলেই জানা যায়। এই প্রথম পদক মিলল টেবিল টেনিসে। যদিও সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থা ঐহিকা জুটিকে, তবু এই কৃতিত্ব অনেকটাই এগিয়ে দেবে ভারতের টেবিল টেনিস খেলা কে বলেই মনে করছেন ক্রীড়া প্রেমীরা।
advertisement
advertisement
কোয়ার্টার ফাইনালে চিনের চেন মেং ও ওয়াং ইডি জুটির বিরুদ্ধে এদিন খেলতে নামেন সুতীর্থারা। বিশ্বসেরা জুটির বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখান বঙ্গ তনয়ারা। জেলার মেয়েদের এই সাফল্যে আজ উচ্ছ্বসিত নৈহাটিবাসী-সহ রাজ্য। জানা যায়, টেবিল টেনিসকে ভালবেসে সুতির্থা ও ঐহিকাদের কোচ মিহির ঘোষ, নিজের অবসরকালীন পাওয়া সমস্ত টাকা দিয়ে নৈহাটির মাদরালে তৈরি করেন তাঁর স্বপ্নের টেবিল টেনিস অ্যাকাডেমি। বহু খেলোয়াড় আজ ওই ট্রেনিং সেন্টারেই প্রশিক্ষণ পাচ্ছে টেবিল টেনিসের। তাদের কাছেও যেন নজির তৈরি করলেন প্রশিক্ষক মিহির ঘোষের এই দুই কৃতি ছাত্রী। দেশের তথা বাংলার মুখ উজ্জ্বল করে ফেরা দুই বঙ্গ তনয়া সুতীর্থা ও ঐহিকাকে দেখা ও সংবর্ধনা জানানোর অপেক্ষায় এখন গোটা নৈহাটি।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 11:54 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Asian Games 2023: চিনকে হারিয়ে নৈহাটির দুই বঙ্গ তনয়া টেবিল টেনিসে উজ্জ্বল করলেন ভারতের মুখ