Coromandel Express Accident Leaf Carving: গাছের পাতায় ফুটে উঠল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার মুহূর্ত

Last Updated:

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি ফুটিয়ে তুললেন গাছের ছোট পাতার উপর। একে লিফ কার্ভিং বলে।

+
title=

উত্তর ২৪ পরগনা: বালাসোরের ট্রেন দুর্ঘটনা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় রেল বিপর্যয়গুলির মধ্যে অন্যতম। সরকারি হিসেবে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। এখনও অনেকে নিখোঁজ। জয়নগরের গায়েন পরিবারের মতো বহু পরিবার এই দুর্ঘটনায় প্রায় শেষ হয়ে গিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে এসে দাঁড়ালেও সব হারানোর যন্ত্রণা এতো সহজে ভোলার নয়। বালাসোরের সেই মর্মান্তিক সন্ধেয় প্রয়াতদের প্রতি অভিনব পথে শ্রদ্ধা জানালেন শিল্পী শঙ্কর বাগচী। গাছের পাতার উপর ভয়ঙ্কর রেল বিপর্যয়ের ছবি ফুটিয়ে তুললেন তিনি।
উত্তর ২৪ পরগনার হাবরার টুনিঘাটা এলাকায় বাড়ি শিল্পী শঙ্কর বাগচীর। তিনি পেশায় বীরভূমের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। তবে আর্ট বরাবরের প্রিয় শঙ্করবাবুর। তাঁর বিভিন্ন মিনিয়েচার কাজের নমুনা বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক শঙ্কর বাগচীর নানা উদ্যোগ‌ও নজর কেড়েছে। তাঁর হাতের ছোঁয়ায় পাতার উপরে কখনও ফুটে উঠেছে শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিদের অনন্য সুন্দর মুখাবয়ব।
advertisement
advertisement
আবার কখন‌ও গাছের পাতার উপর তিনি ফুটিয়ে তুলেছেন পরিবেশ দূষণ প্রতিরোধের বার্তা বা জল অপচয় বন্ধের উপায়। এবার তিনি ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি ফুটিয়ে তুললেন গাছের ছোট পাতার উপর। একে লিফ কার্ভিং বলে।
করোনার জেরে লকডাউনের সময় তিনি লিফ কার্ভিং শুরু করেন। এতে বিপুল ধৈর্য নিয়ে ধীরে ধীরে পাতার ভিতর কেটে কেটে কারোর মুখ বা কোন‌ও ঘটনার দৃশ্য ফুটিয়ে তুলতে হয়। এতে সময় লাগে অনেকটা। তবে ট্রেন দুর্ঘটনার প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে তাঁর এই শিল্পকর্ম ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। তা ছুঁয়ে গিয়েছে অনেকের মন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Coromandel Express Accident Leaf Carving: গাছের পাতায় ফুটে উঠল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার মুহূর্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement