North 24 Parganas News: উঠে এল স্বামী বিবেকানন্দর কথা, 'গেরুয়া' বিতর্কে জল ঢাললেন অরিজিৎ! আগুন নিভল কি?

Last Updated:

North 24 Parganas News: প্রশ্ন উঠছিল, এ দিনও কি কলকাতায় ফের একবার গেরুয়া গান গাইবেন অরিজিৎ? নাকি এড়িয়ে যাবেন বিতর্কের ভয়ে? কিন্তু এ দিন মঞ্চ থেকে শুধু 'রং দে তু মোহে গেরুয়া' গাইলেনই না অরিজিৎ, গত দু'মাস ধরে চলে আসা বিতর্কের জবাবও দিলেন গায়ক।

কলকাতায় অরিজিৎ সিং
কলকাতায় অরিজিৎ সিং
উত্তর ২৪ পরগনা:  অরিজিৎ সিংয়ের একের পর এক হিট গানে মাতলেন কলকাতার দর্শকরা। অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে হওয়া এই অনুষ্ঠানে দুপুরের পর থেকেই ভিড় জমতে থাকে শ্রোতাদের। অনুষ্ঠান হওয়া নিয়ে আগে থেকেই চলছিল জটিলতা। প্রথমে গেরুয়া বিতর্ক ও পরবর্তীতে ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠানের অনুমতি বাতিল থেকে শুরু করে, বিকল্প স্থান হিসেবে অ্যাকোয়াটিকাকে বেছে নেওয়ার মাঝে চলে লম্বা টানাপড়েন।
প্রশ্ন উঠছিল, এ দিনও কি কলকাতায় ফের একবার গেরুয়া গান গাইবেন অরিজিৎ? নাকি এড়িয়ে যাবেন বিতর্কের ভয়ে? কিন্তু এ দিন মঞ্চ থেকে শুধু 'রং দে তু মোহে গেরুয়া' গাইলেনই না অরিজিৎ, গত দু'মাস ধরে চলে আসা বিতর্কের জবাবও দিলেন গায়ক। তিনি নিজেও  পরেছিলেন গেরুয়ার পাগড়ি। সঙ্গে কালো শার্ট আর ট্রাউজার্স। বুকের কাছে জাতীয় পতাকার ব্যাজ।
advertisement
মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ ধরলেন 'গেরুয়া' গান। গান শেষে বললেন, "আরে এই গানটাই যত নষ্টের গোড়া। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন, তা হলে কি এত বিতর্ক হত?" দর্শক আসনে থাকা শ্রোতারা তখন রীতিমতো উচ্ছ্বসিত।
advertisement
advertisement
প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিতের গান শোনার আবদার করেন। সেই সময় বাংলার ভূমিপুত্র মঞ্চে গান শুরুর আগে বলেছিলেন, একটি গান গেয়ে দিলেই 'ল্যাটা চুকে যাবে'। এরপরই, ‘রং দে তু মোহে গেরুয়া’ গান ধরেন তিনি। শুরু হয় বিতর্ক। তার পরেই জানা যায়, ইকো-পার্কে অরিজিতের কনসার্টের অনুমতি বাতিল করেছে হিডকো কর্তৃপক্ষ। অবশেষে এ দিন যেন সমস্ত বিতর্কের অবসান ঘটালেন গায়ক নিজেই।
advertisement
দর্শক আসনেও ছিল চাঁদের হাট। রাজ চক্রবর্তী থেকে রূপম ইসলাম, বিধান নগরের মেয়র থেকে অদিতি মুন্সি সকলেই তখন মুগ্ধ হয়ে শুনছেন একের পর এক হিট গান। প্লে-লিস্টে ছিল হিন্দি আর বাংলার অসাধারণ যুগলবন্দি। ‘শায়েদ’, ‘বেখায়ালি’, ‘নয়না’-র মতো নিজের হিট বলিউড গানের পাশাপাশি গাইলেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের ‘দোল দোল দোল’, ‘এই পথ যদি না শেষ’ হয়-সহ একাধিক পুরনো দিনের বাংলা গান। শোনালেন রামপ্রসাদী গানও।
advertisement
অনুষ্ঠানকে ঘিরে ছিল করা নিরাপত্তা ব্যবস্থা। এ দিনের কনসার্টের বাড়তি পাওনা ছিল, রুপম ইসলাম  এবং অরিজিতের যুগলবন্দী। অরিজিতের মেগা শো দেখে উচ্ছ্বসিত তিলোত্তমা।
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: উঠে এল স্বামী বিবেকানন্দর কথা, 'গেরুয়া' বিতর্কে জল ঢাললেন অরিজিৎ! আগুন নিভল কি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement