24 parganas news: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল
- Published by:Piya Banerjee
Last Updated:
চিকিৎসার গাফিলতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে
#সোদপুর: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু৷ সোদপুরের একটি বেসরকারি হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে দাবি মৃতের পরিবারের৷ অভিযোগ অস্বীকার ওই হাসপাতাল কর্তৃপক্ষের৷ তদন্ত শুরু করেছেপুলিশ৷
টিটাগরের বাসিন্দা ১৮ বছরের জুলি কুমারী টিটাগর আর বিদ্যালয়ের ছাত্রী তথা উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী । পরিবার সূত্রে জানা যায়, দিন কয়েক আগে হঠাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে সোদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জুলিকে। এরপর তার রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের তরফ থেকে দু বোতল রক্ত হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের অভিযোগ ওই রক্ত তাদের রোগীকে দেওয়া হয়নি।ফলে চিকিৎসার গাফিলতিতে হাসপাতালের বেডেই তাদের রোগীর মৃত্যু হয়েছে৷
advertisement
মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও আত্মীয় স্বজন হাসপাতাল চত্বরেক্ষোভে ফেটে পড়েন । কয়েক মুহূর্তেই হাসপাতালের সামনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
advertisement
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেপরিবারকে জানানো হয়৷এবংঅন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়৷ কিন্তু রোগীকে অন্যত্র নিয়ে যেতে দেরি করেছেন তারা৷
advertisement
রোগীর পরিবারের পাল্টা দাবি,তারা ঠিক সময়েরোগীকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানকার হাসপাতালেরচিকিৎসকরা জানিয়ে দেন এক ঘন্টা আগে মৃত্যু হয়েছে৷ এরপরই মৃতের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ অভিযোগেরভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
view commentsLocation :
First Published :
April 15, 2022 12:51 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
24 parganas news: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল