হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
অনলাইন মোবাইল গেমে বাড়ছে আসক্তি, কি বলছেন চক্ষু বিশেষজ্ঞ? দেখে নিন

North 24 Parganas News- বাড়ছে মোবাইল গেমে আসক্তি, ক্ষতি হচ্ছে চোখের

X
মোবাইল [object Object]

পড়ুয়াদের এমন মোবাইল প্রীতি ছাড়াতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের

  • Share this:

#উত্তর ২৪ পরগনা: করোনা পরিস্থিতিতে প্রায় দুই বছর বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পড়ার চাপ না থাকায় পড়াশুনার পর্ব একপ্রকার শিকেয় উঠেছে পড়ুয়াদের। অফলাইনে লেখাপড়া বন্ধ হতেই পড়াশুনার মধ্যে পড়ুয়াদের নিয়ে আসতে অনলাইন চালু হয়। তবে অনেক ক্ষেত্রেই অনলাইনে পড়াশুনার মাঝে পড়ুয়ারা ব্যস্ত হয়ে পড়ছে মোবাইল গেমে। সময় কাটাতে তারা দিনের বেশিরভাগ সময়টাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। একটানা মোবাইল দেখার ফলে চোখের সমস্যা তো হচ্ছেই, বাড়ছে নানা সমস্যা। পড়ুয়াদের এমন মোবাইল প্রীতি ছাড়াতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের। দিনের পর দিন এভাবে পড়ুয়ারা অভ্যস্ত হয়ে পড়ায় চোখের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চক্ষু বিশেষজ্ঞরা। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে দেখা মিলছে এই ধরনের মোবাইল গেমে আসক্ত ছাত্রদের জটলা।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Mobile games, North 24 Pargana news