North 24 Parganas: চুরির অভিযোগে চোরকে গণধোলাই, কেটে দেওয়া হল মাথার চুল
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বামনগাছিতে চুরির অভিযোগে চোর কে গণধোলাই, কেটে দেওয়া হল মাথার চুল
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: চুরির অভিযোগে ধরা পড়লো এক ব্যক্তি। তারপরই ওই ব্যক্তির ওপর চলল গণধোলাই। উন্মত্ত জনতা চুরির অভিযোগ তুলে ইচ্ছে মত চালালো গণপ্রহার। দীর্ঘক্ষন গণপিটুনি চলার পর অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি। ঘটনাস্থল বামনগাছি স্টেশন চত্বর এলাকা। স্থানীয়দের অভিযোগ, পরপর দুটি বাড়িতে চুরি করে পালিয়ে ছিল ওই ব্যক্তি। নগদ টাকা সহ মোবাইল চুরির অভিযোগ তোলেন তারা। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার পর থেকেই যাকে চোর ভেবে সন্দেহ করা সে পলাতক ছিলো। সন্দেহজনক ওই ব্যক্তিকে ধরতে তৎপর ছিলেন স্থানীয়রা। চলছিল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি। এদিন দমদম থেকে তাকে ধরে নিয়ে আসা হয় বামনগাছি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় রনি পরামানিক নামে ওই ব্যক্তি ভাড়া থাকতো। পলাতক থাকার পর চুরির অভিযোগে ওই ব্যক্তিকে এলাকায় ধরে নিয়ে আসেন স্থানীয়রা । তারপর রাগ মিটাতে চলে গণধোলাই, এমনকি তার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে । জানা গেছে, অভিযুক্ত রনি চুরি কথা স্বীকার করে। স্থানীয়রা অভিযোগ জানিয়ে বলেন, এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পর বামনগাছির পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে বামুনগাছি থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এক ব্যক্তি কে গণপ্রহার দিয়ে আইন হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে বিভিন্ন স্তরে।
Location :
First Published :
March 29, 2022 10:37 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: চুরির অভিযোগে চোরকে গণধোলাই, কেটে দেওয়া হল মাথার চুল