North 24 Parganas News- কাকের তাড়া খেয়ে জালে জড়িয়েও, প্রাণে বাঁচলো বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
প্রাণে বাঁচলো বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা
#উত্তর ২৪ পরগনা: কাকের তাড়া খেয়ে প্রাণে বাঁচলেন বিরল প্রজাতির সাদা রঙের লক্ষ্মী পেঁচা। বসিরহাট মহকুমার ন্যাজাট থানার সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি লাউখালি গ্রামের ঘটনা। জানা গেছে, স্থানীয় রেশন ডিলার মহম্মদ সেলিমের কৃষিক্ষেতে পাতা জালে আটকে পড়ে বিরল প্রজাতির এই লক্ষ্মী পেঁচা। মহম্মদ সেলিম জানান, একদল কাকের তাড়া খেয়ে প্রাণে বাঁচতে একটি কৃষিক্ষেতে আশ্রয় নেয় পেঁচাটি। কিন্তু জমিতে জাল দিয়ে ঘেরা থাকায় পেঁচাটি সেখানেই আটকে পড়ে। জালে আটকে পড়া প্যাঁচার ছটফটানি দেখতে পেয়ে বন দফতরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে রামপুর মিনাখা বন দফতরের বনকর্মীরা। কঠিন পরিশ্রমের পর বিরল প্রজাতির পেঁচাকে উদ্ধার করা সম্ভব হয়।
বন দফতর সূত্রে জানা যায়, সুন্দরবন লাগোয়া এই এলাকায় সম্ভবত খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে এই বিরল প্রজাতির পেঁচা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা জানালেন, বেশ কয়েকদিন আগে একটি ঈগলপাখিরও একই অবস্থা হয়েছিল। খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল। বন দফতরের চেষ্টায় সেই ঈগল এবং এই পেঁচা টি প্রাণে বাঁচাতে সক্ষম হয়েছে। বন দফতরের উদ্যোগকে স্থানীয় পশু প্রেমীরা সাধুবাদ জানিয়েছেন। বন দফতর থেকে জানানো হয়েছে, আগামী দুইদিন পেঁচাটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সুস্থ হলে আবারও তাকে সুন্দরবনের জঙ্গলের ছেড়ে দেওয়া হবে। পরিবেশ থেকে এভাবেই নানা বিপদের সম্মুখীন হয়ে হারিয়ে যাচ্ছে বিরল পক্ষীকুলের একাংশ। পশুপ্রেমীরা তাই অবিলম্বে সোচ্চার হয়েছেন এই ধরনের ফাঁদ থেকে পক্ষীকুল কে বাঁচাতে।
view commentsLocation :
First Published :
March 23, 2022 7:32 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- কাকের তাড়া খেয়ে জালে জড়িয়েও, প্রাণে বাঁচলো বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা