Naka Checking: নাকা চেকিং করতে গিয়ে আহত পুলিশ, গ্রেফতার অভি‌যুক্ত

Last Updated:

সোদপুর বারাসাত রোডে নাকা চেকিং করতে গিয়ে কর্তব্যরত পুলিশকে ঘুষি মারে এবং রাস্তায় ফেলে পুলিশ অফিসারকে মারধর করে। পুলিশ অভিযুক্ত বাইক আরোহী অভিজিৎ সাহাকে গ্রেফতার করে।

সোদপুর: দুদিন আগে ঘোলা থানার পুলিশ সোদপুর বারাসাত রোডের ওপর এইচ বি টাউন মোড়ে নাকা চেকিং করছিল। সেই সময় বিনা হেলমেটে যাচ্ছিল দুই বাইক আরোহী। পুলিশ তাদের আটকায় এবং তাদের ফাইন করে। এরপরই ওই অভিযুক্ত বাইক আরোহী অভিজিৎ সাহার সঙ্গে ঘোলা থানার কর্তব্যরত এস আই এর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ কর্তব্যরত পুলিশকে ঘুষি মারে এবং রাস্তায় ফেলে পুলিশ অফিসারকে মারধর করে। এরপর ঘোলা থানার পুলিশ অভিযুক্ত বাইক আরোহী অভিজিৎ সাহাকে গ্রেফতার করে এবং এদিন তাকে ব্যারাকপুর আদালতে পাঠায় বারাকপুর আদালত অভিযুক্ত অভিজিৎ সাহাকে পাঁচদিনে জেল হেফাজতের নির্দেশ দেয়।
কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ এই ঘটনায় তীব্র নিন্দা করেছে রাজনৈতিক দলের নেতারা। বিজেপি নেতা কিশোর কর দাবি করেন পুলিশের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে ফলে আইন হাতে তুলে নিচ্ছে এছাড়া নাকা চেকিং এর নামে ট্রাফিক পুলিশ মানুষকে অযথা পরিশাল করছে।
আরও পড়ুনঃ মাতৃসাধক থেকে রাজনীতির ময়দানে, ৩১-এই বড় চমক
নাকা চেকিং এ আহত পুলিশ এএস আই কে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার সময় এলাকার মানুষ ছুটে এসে মারামারি খাওয়াবার চেষ্টা করে সেই চিত্র সিসি ক্যামেরা তে পরিষ্কার। এই ব্যস্ততম রাস্তায় পুলিশ যত্রতত্র কারি থামিয়ে তল্লাশি চালায় এবং কাগজপত্র ঠিক না থাকলে তাদের বিভিন্ন ভাবে কেস দিয়ে বহু টাকা জরিমানা করে।
advertisement
advertisement
মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে রাস্তায় কর্তব্যরত পুলিশের সঙ্গে বাইকার হয়ে বা চার চাকা গাড়ির মালিকদের ঝামেলা লেগে যাচ্ছে।
অরুণ ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Naka Checking: নাকা চেকিং করতে গিয়ে আহত পুলিশ, গ্রেফতার অভি‌যুক্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement