Gondhoraj Chicken Momo: মাত্র ৪০ টাকায় ৫ পিস! চিকেন গন্ধরাজ মোমো এবার কলকাতার খুব কাছে, জানুন ঠিকানা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Gondhoraj Chicken Momo: গ্রাম কিংবা শহরে সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি মন কাড়ে সেটি হল মোমো। সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, তাঁদের জন্য রইল এই ঠেকের খবর।
বসিরহাট: মাত্র ৪০ টাকায় ৫ পিস চিকেন গন্ধরাজ মোমো বসিরহাটে! তিব্বতের অতি পরিচিত পদ মোমো। সেই মোমোই যখন পাহাড় পেরিয়ে ভারতে প্রবেশ করল, ভারতীয় পদগুলির সঙ্গে মিলেমিশে এক হয়ে গেল সেই রেসিপি। ভিন্ন স্থানভেদে ভিন্নরকম মোমোর পদ। তবে সময় যত গড়িয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে মোমোর সম্ভারেও লেগেছে আধুনিকতার ছোঁয়া।
সেই তালিকাতেই যোগ হয়েছে ‘গন্ধরাজ মোমো’। সৃজনশীলতায় বাঙালি বরাবরই গোল দেয় অন্যদের। আর সেই গন্ধরাজের ছোঁয়া লেগেছে মোমোয়। ৫ পিস গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে মাত্র ৪০ টাকায়।
advertisement
গ্রাম কিংবা শহরে সন্ধ্যা হলেই রাস্তার ধারে ফাস্ট ফুড হিসাবে যেটি মন কাড়ে সেটি হল মোমো। সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, তাঁদের জন্য রইল এই ঠেকের খবর।
advertisement
যেখানে মাত্র ৪০ টাকায় ৫ পিস চিকেন গন্ধরাজ পেয়ে যাবেন। আর এই গন্ধরাজ মোমোয় নেই কোনও সবুজ রং, শুধু মন মাতানো গন্ধরাজ লেবুর গন্ধ আর ভরপুর চিকেন দেওয়া। এই মোমো পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে শহরের জামরুল তলায়। শুধু গন্ধরাজ নয়, আরও অনেক ভ্যারাইটির চিকেন মোমো মেলে এই ফুডস্টলে, আর তাই খেতেই ভিড় জমাচ্ছেন বসিরহাটের খাদ্যরসিক মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2023 3:34 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Gondhoraj Chicken Momo: মাত্র ৪০ টাকায় ৫ পিস! চিকেন গন্ধরাজ মোমো এবার কলকাতার খুব কাছে, জানুন ঠিকানা









