এই ভারতীয়ই পেতে পারেন হোয়াটসঅ্যাপের শীর্ষ পদ

Last Updated:

আরও এক ভারতীয় মেধা স্থান পেতে পারেন একটি প্রযুক্তি সংস্থার সর্বোচ্চ পদে ৷ সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে নীরজ আরোরা হোয়াটস্ অ্যাপের পরবর্তী সিইও হতে পারেন ৷ জন কুমের সংস্থার ছেড়ে যাওয়ার পরেই পরেই সৃষ্ট শূন্যস্থানে বসতে চলেছেন আরও এক ভারতীয় ৷

#নিউইয়র্ক: আরও এক ভারতীয় স্থান পেতে পারেন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত একটি প্রযুক্তি সংস্থার সর্বোচ্চ পদ ৷ সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে হোয়াটসঅ্যাপের পরবর্তী সিইও হতে পারেন নীরজ আরোরা ৷ জন কুমের সংস্থা ছেড়ে যাওয়ার পরেই সৃষ্ট শূন্যস্থানে বসতে চলেছেন আর এক ভারতীয় !
সূত্রের খবর, এর আগে নীরজ আরোরা গুগলের কর্পোরেট ম্যানেজার হিসেবে কাজ করেছেন ৷ ২০১১ থেকেই তিনি হোয়াটসঅ্যাপ সংস্থায় কাজ করছেন ৷ আইটিআই দিল্লি থেকে পাশ করা মেধাবী নীরজ আরোরা স্কুল অফ বিজনেস স্কুলেরও প্রাক্তন ছাত্র ৷
advertisement
advertisement
এখন শুধুই দেখার জনপ্রিয় এই সোশ্যাল অ্যাপের শীর্ষ পদে কি দেখা যাবে এক ভারতীয়কে ? বাকিটা বলবে সময় ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
এই ভারতীয়ই পেতে পারেন হোয়াটসঅ্যাপের শীর্ষ পদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement