উত্তরপ্রদেশ উপনির্বাচন প্রসঙ্গে এখনও মৌন মায়াবতী, জিততে আত্মবিশ্বাসী সপাও

Last Updated:

উত্তরপ্রদেশের গোরক্ষপুর, ফুলপুর উপনির্বাচনের পর এবার সবার নজর কেরানা লোকসভা এবং নুরপুর বিধানসভা নির্বাচনের দিকেই ৷ আপাতত উত্তরপ্রদেশবাসী ভাবনায় এই দুই কেন্দ্রের উপনির্বাচন ৷ মনোনয়নপত্র জমার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গেই সব রাজনৈতিক দলেরই কর্মীদের কর্ম তৎপরতা চোখে পড়ার মত ৷ উপনির্বাচনের প্রস্তুতি শরু হলেও বিএসপি সুপ্রিমো মায়াবতী এখনও মৌন্য ৷

#লখনউ: উত্তরপ্রদেশের গোরক্ষপুর, ফুলপুর উপনির্বাচনের পর এবার সবার নজর কেরানা লোকসভা এবং নুরপুর বিধানসভা নির্বাচনের দিকেই ৷ আপাতত উত্তরপ্রদেশবাসী ভাবনায় এই দুই কেন্দ্রের উপনির্বাচন ৷ মনোনয়নপত্র জমার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গেই সব রাজনৈতিক দলেরই কর্মীদের কর্ম তৎপরতা চোখে পড়ার মত ৷ উপনির্বাচনের প্রস্তুতি শুরু হলেও বিএসপি সুপ্রিমো মায়াবতী এখনও মৌন্য ৷
গোরক্ষপুর-ফুলপুর উপনির্বাচনের সময়ে শেষ মুহূর্তে দলীয় কর্মীদের সপাকে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ ২৮ মে ওই দুই কেন্দ্রের উপনির্বাচন, সবারই নজর  কখন মায়াবতী নীরবতা ভেঙে কী বার্তা দেবেন দলীয় কর্মীদের  ?
advertisement
advertisement
সমাজবাদী পার্টি সূত্রে খবর আগেরবারের মতই এবারও এবারও তাঁরা একজোট হয়ে লড়বেন ৷ চলবে সমাজের দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের জন্য লড়াই  ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশ উপনির্বাচন প্রসঙ্গে এখনও মৌন মায়াবতী, জিততে আত্মবিশ্বাসী সপাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement