কেরল পেরিয়ে এবার বাংলাতেও থাবা বসাল নিপা ভাইরাস !

Last Updated:

প্রাণঘাতি নিপা ভাইরাসের জেরে কেরলে মৃতের সংখ্যা ছুঁয়েছে ১১ ৷ এবার সেই আতঙ্ক ছড়াল কর্ণাটক ৷ স্বাস্থ্য অধিকারিকেরা রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে ৷

#কলকাতা: প্রাণঘাতি নিপা ভাইরাসের জেরে কেরলে মৃতের সংখ্যা ছুঁয়েছে ১১ ৷ এবার সেই আতঙ্ক ছড়াল কর্ণাটক ৷ স্বাস্থ্য অধিকারিকেরা রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে ৷ ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে দু’জনকে ভর্তি করা হয়েছে ৷
পাশাপাশি নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে কেরল থেকে বহরুমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে দু’জনকে ৷ সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে তাদের দু’জনকেই স্থানান্তরিত করা হয়েছে ৷ তাদের রক্তের নমুনা সংগ্রহ করে অন্যত্র পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য ৷ সাধারণ ফ্লু-এর উপসর্গের সঙ্গে নিপা ভাইরাসের উপসর্গের মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ৷ নমুনা পরীক্ষার পরই জানা যাবে, তারা আদৌ নিপা ভাইরাসে আক্রান্ত কি না ৷
advertisement
কর্ণাটকের রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মঙ্গলবার ৭৫ বছরের এক বৃদ্ধ এবং ২০ বছরের এক তরুণী হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ জ্বর, মাথাব্যাথা, বমি ভাব- নিপার উপসর্গ দেখা দেওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় ৷ তারা কিছুদিন আগেই কেরলে নিপা ভাইরাস সংক্রমিত এলাকায় গিয়েছিলেন বলে খবর ৷ হাসপাতালে আপাতত চিকিৎসাধীন আছেন তারা দু’জনেই ৷
advertisement
advertisement
অন্যদিকে, কেরলে নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য এ বার পর্যটকদের উপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে কেরল সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেরল পেরিয়ে এবার বাংলাতেও থাবা বসাল নিপা ভাইরাস !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement