উত্তরপ্রদেশে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ করছেন মুখ্যমন্ত্রী যোগি

Last Updated:

অ্যাসিড অ্যাটাকের তালিকায় সব সময়ই সবার প্রথমে উঠে আসে উত্তরপ্রদেশের নাম৷ তাই সেই তালিকা থেকে রাজ্যকে মুক্ত করতে

#লখনউ: অ্যাসিড অ্যাটাকের তালিকায় সব সময়ই সবার প্রথমে উঠে আসে উত্তরপ্রদেশের নাম৷ তাই সেই তালিকা থেকে রাজ্যকে মুক্ত করতে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন যোগি সরকার৷ বেআইনি কসাইখানার পর এবার দোকানে অ্যাসিড রাখা ও বিক্রির ওপর ‘ইউপি পয়জন রুল ২০১৪’ কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হল ৷
উত্তর প্রদেশ সরকারের তরফে রবিবার মুখ্যসচীব রাহুল ভাটনাগর এক নির্দেশিকা জারি করে জদেলা শাসকদের জানিয়ে দিয়েছেন, গোটা উত্তরপ্রদেশের প্রত্যেক অ্যাসিড বিক্রেতাকে ১৫ দিনের মধ্যে তাঁদের দোকানের সমস্ত স্টক সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে ৷
নির্দেশিকা অনুযায়ী, পরে তদন্তের সময় যদি কোনও দোকানদারের কাছে অ্যাসিড পাওয়া যায় তাহলে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে ৷ জেলা শাসকদের প্রতি মাসের সাত তারিখের মধ্যে ওই 'ইন্সপেকশান রিপোর্ট' রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ করছেন মুখ্যমন্ত্রী যোগি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement