#বেঙ্গালুরু: একটি ভিডিও হঠাত্ চরম অস্বস্তিতে ফেলল বিজেপি-কে৷ ভাইরাল হওয়া সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা স্বীকার করছেন, কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার ফেলার পিছনে বিজেপি সভাপতি ও বিজেপি-র ভূমিকা ছিল৷ 'অপারেশন কমলা'-র সাহায্যে কংগ্রেস ও জেডিএস-এর বিধায়কদের ইস্তফা দেওয়া করিয়ে সরকার ফেলে দেওয়া হয় কর্নাটকে৷
@bsybjp again confesses about operation Kamala & the immoral defection of @INCIndia MLA’s.
He also clearly reveals that @AmitShah took care of the defectors for 2.5 months in Mumbai. What more damning proof required that @BJP4India masterminded this entire operation. pic.twitter.com/Oi1PrbdsSN — ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್/ Dinesh Gundu Rao (@dineshgrao) November 1, 2019
৭ মিনিটের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, গত ২৬ অক্টোবর হুবলিতে একটি সভার ফাঁকে দলের কোর কমিটির বৈঠকে ইয়েদুরাপ্পা দলের সদস্যদের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন৷ তিনি বলছেন, 'আজ আপনারা যে ভাবে কথা বললেন, আমার মনে হয় না, এই সরকার আপনারা চালিয়ে যেতে ইচ্ছুক৷ এই নির্বাচন (উপনির্বাচন) জিতি বা হারি, সেটা অন্য কথা৷ কিন্তু এরকম একটি সময়ে, আপনাদের মধ্যে একজনও বললেন না, অন্য দল থেকে আসা বিধায়কদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন৷ আপনারা সবাই জানেন, ১৭ জন বিধায়কের সিদ্ধান্ত, তাই তো? এই ঘরে যাঁরা রয়েছেন, সকলেই জানেন, ওই বিধায়কদের মুম্বই সরিয়ে নিয়ে যাওয়াটা ইয়েদুরাপ্পার সিদ্ধান্ত ছিল না৷ দলের সর্বভারতীয় সভাপতির সিদ্ধান্ত ছিল৷ আড়াই মাস ধরে, ওই বিধায়করা নিজেদের কেন্দ্রে যেতে পারেননি, এমনকী নিজেদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেননি৷ মুম্বইয়েই থেকে গিয়েছিলেন৷'
এরপরই ইয়েদুরাপ্পা বলছেন, 'এমন একটা সময়, যখন আমরা আরও হয়তো ৩-৪টি টার্ম বিরোধী দল হয়েই থেকে যেতাম, তখন আমরা কর্নাটকের ক্ষমতায় ফিরেছি৷ ওরা (কংগ্রেস ও জেডিএস) সুপ্রিম কোর্টে সব রকমের চেষ্টা করেছিল৷ অন্য দল থেকে আসা বিধায়কদের আস্থা অর্জন ও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়, আপনাদের চোখে আজ হয়তো আমি অপরাধী৷ আমি অপরাধ করেছি৷ আমার মনে হয়, এই বৈঠকে আসাই আমার উচিত হয়নি৷ ওই বিধায়করা কিন্তু আমাদের উপর বিশ্বাস রেখেই দলে এসেছেন৷ আমি আপনাদের আচরণ খুবই মর্মাহত৷'
ইয়েদুরাপ্পার এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি news18bangla.com৷ খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন৷
আরও ভিডিও: কর্নাটকে আস্থা ভোটে হেরে গেল কংগ্রেস-জেডিএস সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BS Yedurappa, Karnataka