নৃশংস! প্রেমিকাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল প্রেমিক! ঝাড়খণ্ডের ঘটনায় তোলপাড়......
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Woman set on fire in Jharkhand's Dumka : ঘুমন্ত অবস্থাতেই মারুতির গায়ে পেট্রোল ঢালে অভিযুক্ত ৷
#রাঁচি : ঝাড়খণ্ডের দুমকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা ৷ ২২ বছরের তরুণীকে পুড়িয়ে মারল তার প্রেমিক ৷ অভিযুক্তের নাম রাজেশ বলে জানা গিয়েছে ৷ মৃত তরুণীর নাম মারুতি কুমারী ৷ ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আহত মারুতিকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷
মৃত্যুর আগে পুলিশের কাছে বয়ান দেয় মারুতি ৷ মারুতি জানায়, শুক্রবার গভীর রাতে তার ঘরে ঢোকে রাজেশ ৷ ঘুমন্ত অবস্থাতেই মারুতির গায়ে পেট্রোল ঢালে অভিযুক্ত ৷ তারপর মারুতির গায়ে জ্বলন্ত দেশলাই ফেলে পালিয়ে যায় ৷ কিন্তু পালানোর আগে তার মুখ দেখে ফেলে তরুণী ৷ মারুতি পুলিশকে আরও জানায়, প্রায়ই তাকে খুনের হুমকি দিত ওই যুবক ৷
advertisement
advertisement
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, মৃত মারুতি জারমুন্ডি থানার ভরতপুরের বাসিন্দা ৷ মামার বাড়িতে রাজেশের সঙ্গে পরিচয় হয় তার ৷ প্রেমের সম্পর্ক হয় দু'জনের মধ্যে ৷ কিন্তু অভিযুক্ত রাজেশ তার প্রাক্তন প্রেমিকাকে বিবাহ করতে চেয়েছিল ৷ ঘটনাটি মানতে নারাজ হয় মারুতি ৷ তাই মূলত প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে তাকে ৷
advertisement
ঘটনাটির তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ ৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তের শাস্তির দাবি করেছে মারুতির পরিবার ৷ অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 7:45 PM IST