নৃশংস! প্রেমিকাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল প্রেমিক! ঝাড়খণ্ডের ঘটনায় তোলপাড়......

Last Updated:

Woman set on fire in Jharkhand's Dumka : ঘুমন্ত অবস্থাতেই মারুতির গায়ে পেট্রোল ঢালে অভিযুক্ত ৷

#রাঁচি : ঝাড়খণ্ডের দুমকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা ৷ ২২ বছরের তরুণীকে পুড়িয়ে মারল তার প্রেমিক ৷ অভিযুক্তের নাম রাজেশ বলে জানা গিয়েছে ৷ মৃত তরুণীর নাম মারুতি কুমারী ৷ ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আহত মারুতিকে সংকটজনক  অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷  কিন্তু হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷
মৃত্যুর আগে  পুলিশের কাছে বয়ান দেয় মারুতি ৷   মারুতি জানায়,  শুক্রবার গভীর রাতে  তার ঘরে ঢোকে রাজেশ ৷ ঘুমন্ত অবস্থাতেই মারুতির গায়ে পেট্রোল ঢালে অভিযুক্ত ৷ তারপর  মারুতির গায়ে জ্বলন্ত দেশলাই ফেলে পালিয়ে যায় ৷ কিন্তু পালানোর আগে তার মুখ দেখে ফেলে তরুণী ৷ মারুতি পুলিশকে আরও জানায়,  প্রায়ই  তাকে খুনের হুমকি দিত ওই যুবক ৷
advertisement
advertisement
পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, মৃত  মারুতি  জারমুন্ডি থানার ভরতপুরের বাসিন্দা ৷ মামার বাড়িতে রাজেশের সঙ্গে পরিচয় হয়  তার ৷  প্রেমের সম্পর্ক হয় দু'জনের মধ্যে ৷ কিন্তু অভিযুক্ত রাজেশ তার প্রাক্তন প্রেমিকাকে বিবাহ করতে চেয়েছিল ৷  ঘটনাটি মানতে নারাজ হয় মারুতি ৷ তাই মূলত প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে তাকে ৷
advertisement
ঘটনাটির তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ  ৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তের শাস্তির দাবি করেছে মারুতির পরিবার ৷  অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে  ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস! প্রেমিকাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল প্রেমিক! ঝাড়খণ্ডের ঘটনায় তোলপাড়......
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement