ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে বচসা, দিল্লিতে ছুড়ির কোপে নিহত ২ যুবক

Last Updated:

two boys stabbed to death in north Delhi : যুবকেরা সেখানে পৌঁছান মাত্রই ছুড়ি দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাদের

নয়াদিল্লি এক নৃশংস ঘটনায় তোলপাড়  উত্তর  দিল্লির মুকুন্দপুর  ৷ ১৭ বছরের দুই যুবককে কুপিয়ে খুন করল দুস্কৃতীরা ৷জানা গিয়েছে, ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা নিয়ে শত্রুতার জেরেই খুন করা হয়েছে দুই যুবককে ৷
পুলিশ সূত্রে জানা যায় , মৃত ২ যুবক মুকুন্দপুরের বাসিন্দা ৷ বাবা মায়ের সঙ্গে দশেরার অনুষ্ঠানে গিয়েছিল তারা ৷ যুবকদের বাড়ির পাশেই থাকত একটি ১৭ বছরের নাবালিকা ৷ ওই নাবালিকাই রাত্রে তাদের দেখা করতে বলে ৷
advertisement
advertisement
রাস্তাতেই ২ বন্ধু সহ ভাইকে নিয়ে অপেক্ষা করছিল নাবালিকা  ৷ পুলিশের অনুমান, যুবকেরা সেখানে পৌঁছান মাত্রই ছুড়ি দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাদের ৷ যুবকদের মেরেই পলাতক হয় ৩ দুস্কৃতী ৷ আহত যুবকদের আর্তনাদে ঘটনাস্থলে পৌঁছায় এলাকাবাসী ৷ ২ যুবকের পরিবারকে খবর দেন তাঁরা ৷ পরে ঘটনার তদন্তে নামে পুলিশ ৷
advertisement
আহত যুবকদের হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় তাদের ৷ পুলিশের অনুমান,  ওই নাবালিকার সঙ্গে ফলোয়ার সংখ্যা নিয়ে বচসায় জড়িয়েছিল দুই যুবক ৷ বচসার জেরেই নৃশংস ভাবে খুন করা হয়েছে তাদের ৷
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ নাবালিকা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে বচসা, দিল্লিতে ছুড়ির কোপে নিহত ২ যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement