Andhra Pradesh parcel: পার্সেল খুলতেই শিউরে উঠলেন মহিলা, ভিতর থেকে বেরিয়ে এল মৃতদেহ! সঙ্গে এল চিঠিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পুলিশ জানিয়েছে, ওই মৃতদেহের সঙ্গেই ১ কোটি ৩০ লক্ষ টাকা চেয়ে ওই মহিলাকে হুমকিও দিয়ে মৃতদেহের সঙ্গে একটি চিঠিও রাখা ছিল৷
গোদাবরী: পার্সেলে বাড়ি তৈরির সামগ্রী আসার কথা ছিল৷ সেই সামগ্রী আসার পর শিউরে উঠলেন মহিলা৷ কারণ, পার্সেলের ভিতরে বাড়ি তৈরির সামগ্রীর বদলে বেরিয়ে এল মৃতদেহ৷
ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার ইয়েনডাগান্ডি গ্রামে৷ জানা গিয়েছে, ওই মহিলার নাম নাগা তুলসি৷ স্থানীয় একটি সমিতিতে বাড়ি তৈরির জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছিলেন ওই মহিলা৷ প্রথম বার আবেদনের পর ওই মহিলাকে টাইলসও পাঠানো হয় সংস্থার পক্ষ থেকে৷
advertisement
advertisement
এর পর ফের ওই মহিলা ওই সমিতির কাছে সাহায্যের আবেদন করেন৷ এ বার ওই সমিতির পক্ষ থেকে মহিলাকে বৈদ্যুতিন সামগ্রী পাঠানোর কথা ছিল৷ হোয়াটসঅ্যাপে ওই মহিলার কাছে একটি মেসেজ পাঠিয়ে জানান হয়, পার্সেল করে আলো, পাখা, সুইচের মতো সামগ্রী পাঠিয়ে দেওয়া হবে৷
বৃহস্পতিবার রাতে ওই মহিলার বাড়িতে সেই পার্সেল এসে পৌঁছয়৷ যে ব্যক্তি ওই পার্সেল নিয়ে আসেন, তিনিও মহিলাকে জানিয়ে যান পার্সেলে বৈদ্যুতিন সামগ্রীই রয়েছে৷ পরে ওই পার্সেল খুলতেই মহিলা দেখেন, তার ভিতরে এক ব্যক্তির দেহ রয়েছে৷ ওই মহিলার পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন৷ এর পর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷
advertisement
পুলিশ জানিয়েছে, ওই মৃতদেহের সঙ্গেই ১ কোটি ৩০ লক্ষ টাকা চেয়ে ওই মহিলাকে হুমকিও দিয়ে মৃতদেহের সঙ্গে একটি চিঠিও রাখা ছিল৷ দাবি মতো টাকা না দিলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয় ওই চিঠিতে৷
মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে৷ ওই মৃতদেহটি একজন পুরুষের, যাঁর আনুমানিক বয়স ৪৫ বছর৷ সম্ভবত চার পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে খুন করা হয়৷ যে সমিতি থেকে ওই মহিলাকে বাড়ি তৈরির সামগ্রী পাঠান হয়, তাদের প্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 3:43 PM IST