Andhra Pradesh parcel: পার্সেল খুলতেই শিউরে উঠলেন মহিলা, ভিতর থেকে বেরিয়ে এল মৃতদেহ! সঙ্গে এল চিঠিও

Last Updated:

পুলিশ জানিয়েছে, ওই মৃতদেহের সঙ্গেই ১ কোটি ৩০ লক্ষ টাকা চেয়ে ওই মহিলাকে হুমকিও দিয়ে মৃতদেহের সঙ্গে একটি চিঠিও রাখা ছিল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
গোদাবরী: পার্সেলে বাড়ি তৈরির সামগ্রী আসার কথা ছিল৷ সেই সামগ্রী আসার পর শিউরে উঠলেন মহিলা৷ কারণ, পার্সেলের ভিতরে বাড়ি তৈরির সামগ্রীর বদলে বেরিয়ে এল মৃতদেহ৷
ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার ইয়েনডাগান্ডি গ্রামে৷ জানা গিয়েছে, ওই মহিলার নাম নাগা তুলসি৷ স্থানীয় একটি সমিতিতে বাড়ি তৈরির জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছিলেন ওই মহিলা৷ প্রথম বার আবেদনের পর ওই মহিলাকে টাইলসও পাঠানো হয় সংস্থার পক্ষ থেকে৷
advertisement
advertisement
এর পর ফের ওই মহিলা ওই সমিতির কাছে সাহায্যের আবেদন করেন৷ এ বার ওই সমিতির পক্ষ থেকে মহিলাকে বৈদ্যুতিন সামগ্রী পাঠানোর কথা ছিল৷ হোয়াটসঅ্যাপে ওই মহিলার কাছে একটি মেসেজ পাঠিয়ে জানান হয়, পার্সেল করে আলো, পাখা, সুইচের মতো সামগ্রী পাঠিয়ে দেওয়া হবে৷
বৃহস্পতিবার রাতে ওই মহিলার বাড়িতে সেই পার্সেল এসে পৌঁছয়৷ যে ব্যক্তি ওই পার্সেল নিয়ে আসেন, তিনিও মহিলাকে জানিয়ে যান পার্সেলে বৈদ্যুতিন সামগ্রীই রয়েছে৷ পরে ওই পার্সেল খুলতেই মহিলা দেখেন, তার ভিতরে এক ব্যক্তির দেহ রয়েছে৷ ওই মহিলার পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন৷ এর পর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷
advertisement
পুলিশ জানিয়েছে, ওই মৃতদেহের সঙ্গেই ১ কোটি ৩০ লক্ষ টাকা চেয়ে ওই মহিলাকে হুমকিও দিয়ে মৃতদেহের সঙ্গে একটি চিঠিও রাখা ছিল৷ দাবি মতো টাকা না দিলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয় ওই চিঠিতে৷
মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে৷ ওই মৃতদেহটি একজন পুরুষের, যাঁর আনুমানিক বয়স ৪৫ বছর৷ সম্ভবত চার পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে খুন করা হয়৷ যে সমিতি থেকে ওই মহিলাকে বাড়ি তৈরির সামগ্রী পাঠান হয়, তাদের প্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Andhra Pradesh parcel: পার্সেল খুলতেই শিউরে উঠলেন মহিলা, ভিতর থেকে বেরিয়ে এল মৃতদেহ! সঙ্গে এল চিঠিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement