Winter: এত কম দাম! সোয়েটার, জ‍্যাকেট থেকে কম্বল, শীতের সেরা সম্ভার পেয়ে যাবেন এখানে

Last Updated:

একেবারে কম টাকাতেই এই জায়গায় পেয়ে সেরা শীতের সম্ভার। কম্বল এখানে মাত্র ১০০ টাকাতেই মিলবে।

এত কম দাম! সোয়েটার, জ‍্যাকেট থেকে কম্বল, শীতের সেরা সম্ভার পেয়ে যাবেন এখানে
এত কম দাম! সোয়েটার, জ‍্যাকেট থেকে কম্বল, শীতের সেরা সম্ভার পেয়ে যাবেন এখানে
ছত্তিশগড়: শীত আসা মানেই খোঁজ পড়ে সোয়েটার, জ‍্যাকেট মাফলার, কম্বলের। ঠান্ডা বাড়তেই বিপাকে পড়েছে সকলে। কিন্ত পোশাক যতই সুন্দর হোক, দাম হয় অনেক বেশি। কিন্তু জানেন কি একেবারে কম টাকাতেই এই জায়গায় পেয়ে সেরা শীতের সম্ভার। কম্বল এখানে মাত্র ১০০ টাকাতেই মিলবে।
ছত্তিশগড়ের সুরগুজায় পেয়ে যাবেন শীতের সেরা সম্ভার। একেবারে কম দামেই পাওয়া যাবে সুন্দর সোয়েটার, জ‍্যাকেট, শাল, মাফলার-সহ সমস্ত শীতের সামগ্রী পাওয়া যাবে এখানে। বাংলায় শীতের আয়ু দুই থেকে বড়জোর তিনমাস।
advertisement
advertisement
মাত্র এই কয়েকমাস পরার জন‍্য একগাদা টাকা খরচ করতে গিয়ে অনেকেই থমকে যান। কিন্তু ছত্তিশগড়ের সুরগুজায় শীতের কেনাকাটা করলে খরচের জন‍্য আফসোস করতে হবে না। ফলে ক্রেতাদেরও ভিড় উপচে পড়ছে এখানে।
ক্রেতারা কিনছেন তাদের পছন্দের কম্বল ও গরম উলের কাপড়। সুরগুজা শহরে দোকানের পাশাপাশি রাস্তার পাশে ফুটপাতেও সেজে উঠেছে গরম কাপড়ের দোকান। সুরগুজার এক দোকানদার জানালেন,‘‘ এখান থেকে খুব ভাল কম্বল পেয়ে যাবেন। অন‍্য জায়গায় এই কম্বলের দাম পড়বে মাত্র ১০০ টাকা।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Winter: এত কম দাম! সোয়েটার, জ‍্যাকেট থেকে কম্বল, শীতের সেরা সম্ভার পেয়ে যাবেন এখানে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement