Uttarakhand Tunnel Collapse: উদ্ধারে পথের কাঁটা প্রকৃতি! উত্তরকাশীতে বৃষ্টি, তুষারপাত, কীভাবে সুড়ঙ্গ থেকে বাইরে আসবেন ৪১ শ্রমিক?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এবার উদ্ধার কাজে পথের কাঁটা হয়ে দাড়াচ্ছে প্রকৃতি৷ বৃষ্টি শুরু হয়েছে উত্তরকাশীতে৷
উত্তরাকণ্ড: উত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪১ জন শ্রমিক৷ উদ্ধারে আসছে একের পর এক বাধা৷ যন্ত্রের মাধ্যমে খোঁড়াখুঁড়ি আগেই বাধাপ্রাপ্ত হয়েছিল৷ ফলে আশ্রয় নিতে হয়েছিল ম্যানুয়াল ড্রিলিং পদ্ধতির৷ এবার উদ্ধার কাজে পথের কাঁটা হয়ে দাড়াচ্ছে প্রকৃতি৷ বৃষ্টি শুরু হয়েছে উত্তরকাশীতে৷
উদ্ধারকাজে এবার ব্যহত হচ্ছে আবহাওয়ার কারণে৷ উত্তরকাশীতে বৃষ্টি শুরু হওয়ায় ম্যানুয়াল ড্রিলিং প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হয়েছে৷ শুধু তাই নয়, আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছে ২৮ নভেম্বর রাত থেকেই বৃষ্টির পাশাপাশি শুরু হতে পারে তুষারপাতও৷ ফলে আশঙ্কা আরও বেড়েছে৷ শ্রমিকদের উদ্ধারকাজ বিঘ্নিত হলেও আশা রয়েছে৷
আরও পড়ুন: উত্তরকাশীর টানেলে আটকে তুফানগঞ্জের শ্রমিক! সুড়ঙ্গে ‘এস্কেপ প্যাসেজ’ নেই কেন? উঠছে প্রশ্ন
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, আজ রাতের মধ্যে ড্রিলিং কাজ শেষ হতে পারে৷ কারণ এখন শ্রমিক এবং উদ্ধারকারী দলের মধ্যে প্রায় ৫ মিটার দূরত্ব বাকি রয়েছে। শ্রমিক এবং উদ্ধারকারী দলের মধ্যে ব্যবধান কম থাকায় আশা করা যায় আবহাওয়া যতই প্রতিকূলে যাক না কেন, খুব শীঘ্রই শ্রমিকরা উপরে উঠে আসতে পারবেন৷
৪১ জন আটকে পড়া শ্রমিক প্রথমে উপরে উঠেই তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, শ্রমিকদের পোশাক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
টানেলের বাইরে বেশ কিছু অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। উদ্ধারের পর শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এছাড়া শ্রমিকদের পরিবারকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সগুলি টানেলের বাইরে যেখানে পৌঁছাবে সেখানে রাস্তা মেরামত করা হচ্ছে। মাটি-পাথর যোগ করে রাস্তা মেরামত করার কাজ চলছে৷ এনডিআরএফ সৈন্যরাও এখন উদ্ধারের চূড়ান্ত পর্যায়ে তাদের ভূমিকার জন্য পুরোপুরি প্রস্তুত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 1:29 PM IST