Uttarakhand Tunnel Collapse: উত্তরকাশীর টানেলে আটকে তুফানগঞ্জের শ্রমিক! সুড়ঙ্গে ‘এস্কেপ প্যাসেজ’ নেই কেন? উঠছে প্রশ্ন

Last Updated:

আটকে থাকা শ্রমিকদের মধ‍্যে তুফানগঞ্জের শ্রমিক মানিক তালুকদারও রয়েছেন।

উত্তরকাশীর টানেলে আটকে তুফানগঞ্জের শ্রমিক! সুড়ঙ্গে ‘এস্কেপ প্যাসেজ’ নেই কেন? উঠছে প্রশ্ন
উত্তরকাশীর টানেলে আটকে তুফানগঞ্জের শ্রমিক! সুড়ঙ্গে ‘এস্কেপ প্যাসেজ’ নেই কেন? উঠছে প্রশ্ন
উত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪১ জন শ্রমিক। এবার তাঁদের উদ্ধারকার্যে ম‍্যানুয়েল ড্রিলিং পদ্ধতির ব‍্যবহার করা হয়। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ আগেই বাধাপ্রাপ্ত হয়েছিল। আটকে থাকা শ্রমিকদের মধ‍্যে তুফানগঞ্জের শ্রমিক মানিক তালুকদারও রয়েছেন।
তুফানগঞ্জের আটকে থাকা শ্রমিক মানিক তালুকদারের সঙ্গে কথা হয়েছে আত্মীয় গৌতম চন্দরের। গৌতম জানান, তিনি মানিকের সঙ্গে কথা বলেছেন। পরিবারে বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন,‘‘বাড়িতে সবাই ভালো আছেন তিনি যেন চিন্তা না করেন। সুস্থ থাকেন।’’
advertisement
advertisement
উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে থেকে শ্রমিকদের উদ্ধারকাজ কিছু গোলযোগের জন‍্য বন্ধ রাখা হয়েছিল। এবার ম‍্যানুয়েল ড্রিলিংয়ের মাধ‍্যমে শ্রমিকদের উদ্ধার করা হবে বলেই জানা গিয়েছে।
প্রজেক্টের নোডাল অফিসার জানিয়েছেন,‘‘অগার মেশিন কেটে বের করে আনতে হবে। তবে এতেই ভোর হয়ে যাবে। তারপর শুরু হবে ম‍্যানুয়াল ড্রিলিং।’’ এখন প্লাজমা মেশিন অগার মেশিনকে কাটার কাজ চলছে। পার্শ্ববর্তী ড্রিলিংয়ের জন্য ড্রিপ টানেলের প্রস্তুতি চলছে।
advertisement
৮৭ মিটার ভার্টিক‍্যাল ড্রিলিং সম্পন্ন করতে হবে। তবে এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ, প্রায় ১০০ ঘণ্টা সময় লেগে যাবে। পার্শ্ববর্তী ড্রিলিংয়ের কাজ এখনও শুরু হয়নি, প্রস্তুতি চলছে। বারকোট থেকে ব্লাস্ট করে দ্রুত গতিতে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে। বারকোট থেকে ৪৮৩ মিটার ড্রিল করতে হবে।
নির্মিয়মান সুড়ঙ্গে এস্কেপ প্যাসেজ না থাকা নিয়ে ইতিমধ‍্যেই প্রশ্ন উঠেছে।
advertisement
একটি কমিটি গঠন হয়েছে। এই বিষয়ে একটি কমিটিও গ‍ঠন করা হয়েছে। প্রসঙ্গত, উত্তরকাশীর জেলা শাসক জানান,‘‘সবার আগে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে।’’
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand Tunnel Collapse: উত্তরকাশীর টানেলে আটকে তুফানগঞ্জের শ্রমিক! সুড়ঙ্গে ‘এস্কেপ প্যাসেজ’ নেই কেন? উঠছে প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement