'রোজগার করো!' বেকার স্বামীকে সমানে বলে যেতেন স্ত্রী, হঠাৎ একদিন সন্তানদের সামনেই...যা হল! শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Husband-Wife: ১০ বছর আগে মেহরুন্নিসার প্রথম স্বামী জেলে মারা যান। এরপর তিনি নিজের দেওর কালিমুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই সম্পর্ক পরিণত হয় এক বিভীষিকায়।
মুজফফরপুর: মোতিপুর থানার ঝিঙ্গা গ্রামে ঘটে গেল এক ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করল এক ব্যক্তি, তাও আবার নিজের দুই শিশু সন্তানের সামনে। অভিযুক্ত স্বামীর নাম কালিমুল্লাহ আলম। মৃতার নাম মেহরুন্নিসা (৩৫)।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশ দিয়ে লাগাতার আঘাত করে স্ত্রীকে হত্যা করে কালিমুল্লাহ। আশ্চর্যের বিষয়, এই ঘটনা ঘটার সময় স্থানীয় কিছু মানুষ কেবল ভিডিও করতেই ব্যস্ত ছিলেন, কেউ সামনে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করেননি। সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এবং তা এতটাই মর্মান্তিক যে, তা দেখলে যে কারও গা শিউরে উঠবে।
advertisement
মেহরুন্নিসার মা রহিদা খাতুন জানিয়েছেন, “কালিমুল্লাহ প্রায়ই আমার মেয়েকে মারধর করত। কারণ একটাই—আমার মেয়ে ওকে রোজগার করার কথা বলত। কয়েকদিন আগেই মেয়েকে আমরা তাঁর বাপের বাড়ি সরাইয়াতে এনেছিলাম। তখনও সে বলেছিল, আর ফিরবে না। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বুঝিয়ে ডেকে নিয়ে যায়, আর সেখানেই প্রাণ যায় তার।”
advertisement
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে মেহরুন্নিসার প্রথম স্বামী জেলে মারা যান। এরপর তিনি নিজের দেওর কালিমুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই সম্পর্ক পরিণত হয় এক বিভীষিকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য এসকেএমসিএইচ-এ পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
এই ঘটনার ভয়াবহতা মনস্তাত্ত্বিকভাবে বহু মানুষের মনে এক ধরনের হিংসার প্রতিফলন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন মনোবিদরা। পরিবারের ভিতরেই এমন নির্মমতা বারবার সমাজের অন্ধকার দিকগুলি সামনে এনে দিচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 4:00 PM IST