কেন আপনার সন্তানকে BYJU’S Young Genius 2-তে রেজিস্টার করাবেন ?

Last Updated:

BYJU’S Young Genius সিজন ২ তে কীভাবে নাম নথিভুক্ত করবেন, জেনে নিন

News18 –এর উদ্যোগে যখন BYJU’S Young Genius –এর প্রথম সিজন সম্পর্কে ঘোষণা করা হয়েছিল, তখন থেকে দেশবাসী এই শো দেখার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত কাটিয়েছেন। হয়তো এটাই প্রথম এমন কোনও শো ছিল, যেখানে ছোটদের সুযোগ দেওয়া হয়েছিল যাতে তারা একটি বিশাল প্ল্যাটফর্মে তাদের দক্ষতা এবং প্রতিভা সকলের সামনে তুলে ধরে দর্শকদের তাক লাগিয়ে দেয়, এবং আরও লক্ষ লক্ষ শিশুকে অনুপ্রাণিত করতে পারে। অবশ্য এখানে ছোটদের প্রতিভা বলতে শুধুমাত্র গান গাওয়া বা ভালো নাচার কথা বোঝানো হয়নি, বরং যে সব খুদেরা অসামান্য বুদ্ধি, পড়াশোনায় দক্ষ, স্পোর্টসে পারদর্শী এবং আরও নানা ক্ষেত্রে নজরকাড়া প্রতিভার অধিকারী, সেই জিনিয়াস বাচ্চারাই হয়ে উঠেছিল BYJU’S Young Genius–এর শোস্টপার।
প্রথম সিজনের বিপুল সাফল্য দেখেই বোঝা গিয়েছিল যে পরবর্তী আরও সিজন খুব দ্রুত আসতে চলেছে। এখন, সেই স্বপ্নপূরণ হওয়ার পালা এবং BYJU’S Young Genius–এর আসন্ন সিজনের জন্য এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবা-মা এবং বহু খুদে এখানে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছে, এবং জমা পড়া আবেদনপত্রের সংখ্যা দেখে আয়োজকরা আপ্লুত। এই সুযোগকে কাজে লাগাতে পারেন আপনিও, চলে আসুন এবং কেন আপনি BYJU’S Young Genius সিজন ২ –এর অংশ হতে চান, সেই গল্প সকলকে জানান।
advertisement
BYJU’S YOUNG GENIUS –এ কেন যোগদান করবেন
এমন একটি শো, যেখানে প্রতিভাবান খুদেদের উৎসাহ দেওয়া হয় নিজেদের উপরে ভরসা রাখতে এবং তাদের অসামান্য প্রতিভা সকলের সামনে তুলে ধরতে, সেখানে অংশগ্রহণ করার অবশ্যই একাধিক কারণ রয়েছে। এখানে আসার ফলে সেই খুদেরা সবচেয়ে বড় যে পুরস্কার লাভ করবে তা হল আত্মবিশ্বাস। একজন শিশু যখন নিজের প্রতিভা এবং দক্ষতাকে স্বীকৃতি পেতে দেখবে, তখন সে নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হবে এবং নিজেকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য প্রস্তুত হয়ে উঠবে। তাদের সাফল্যের গল্প আরও বহু সুপ্ত প্রতিভাকে অনুপ্রাণিত করতে পারে এবং আরও অনেক সংখ্যক জিনিয়াস তৈরি করতে পারে। এমন দারুণ প্রতিভাদের লুকিয়ে রেখে নষ্ট করার কোনও মানে হয় কি?
advertisement
advertisement
দ্বিতীয়ত, এখানে শিশুরা বহু জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বিচারকদের সান্নিধ্যে আসতে পারবে, যাঁরা শুধু এই খুদেদের প্রতিভার সমালোচনা করবেন না, বরং নিজেদের জীবনের নানা গল্প বলার মাধ্যমে এই শিশুদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন। বিখ্যাত লোকেদের জীবন-সংগ্রামের গল্প শুনে এই খুদেরা শিখতে পারবে যে তাদের প্রতিভা কতটা অমূল্য এবং তারা সেই প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্য মানসিক ভাবে প্রস্তুত হয়ে উঠবে।
advertisement
সবার শেষে বলা যায়, সিজন ১-এর ঐতিহ্য সকলকে দেখিয়েছে যে কীভাবে এই শো-এর মাধ্যমে প্রতিযোগীদের জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে। দেশজুড়ে একাধিক জাতীয় এবং আঞ্চলিক চ্যানেলের মাধ্যমে, এই খুদে জিনিয়াসদের গল্প দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে। ড্রামার হিসেবে বিস্ময়কর প্রতিভার অধিকারী অংশুমান নন্দী হোক, বা সবচেয়ে কম বয়সে ক্লাসিকাল গায়ক হয়ে ওঠা স্বস্তিক ভরদ্বাজ, অথবা মাত্র ১১ বছর বয়সে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত রিধিমা পাণ্ডে, এমন বহু জিনিয়াসকে এই শো সকলের সামনে নিয়ে এসেছিল, এবং আজ তারা দেশের আরও বহু শিশু এবং বাবা-মায়েদের কাছে অনুপ্রেরণায় পরিণত হয়েছে।
advertisement
কীভাবে নাম নথিভুক্ত করবেন
নতুন সিজন চালু হওয়ার সাথে সাথে যে এই প্রতিভাবানদের তালিকায় আরও বহু নাম যুক্ত হবে, সেই বিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু BYJU’S Young Genius–এর সিজন ২-তে আপনার সন্তানের নাম নথিভুক্ত করানোর জন্য বেশিদিন অপেক্ষা করবেন না। কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার সন্তানের প্রতিভা সুপ্ত থেকে যাক। তাই আজই রেজিস্ট্রেশল লিঙ্ক খুলুন এবং আবেদনপত্রটি ভর্তি করুন এখানে
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন আপনার সন্তানকে BYJU’S Young Genius 2-তে রেজিস্টার করাবেন ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement