Rahul Gandhi on Tiranga: "যারা সবাইকে ডিপি বদলাতে বলছে তাদেরই সংগঠন RSS কেন জাতীয় পতাকা তোলেনা," প্রশ্ন রাহুলের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Why RSS didnt hoist Tricolour asks Rahul Gandhi: রাহুলের বক্তব্য, ইতিহাস সাক্ষী রয়েছে যে যারা হর ঘর তিরঙ্গার প্রচার চালাচ্ছেন তারা এমন একটি সংগঠনের অংশ (আরএসএস) যা গত ৫২ বছর ধরে কখনও জাতীয় পতাকা উত্তোলন করেনি।
#নয়াদিল্লি: দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘হর ঘর তিরঙ্গা’ নামে একটি কর্মসূচি নিয়েছে। আর এই প্রচারকে ঘিরে বিজেপি ও আরএসএসকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুলের বক্তব্য, ইতিহাস সাক্ষী রয়েছে যে যারা হর ঘর তিরঙ্গার প্রচার চালাচ্ছেন তারা এমন একটি সংগঠনের অংশ (আরএসএস) যা গত ৫২ বছর ধরে কখনও জাতীয় পতাকা উত্তোলন করেনি।
বুধবার কর্ণাটকের হুবলি জেলায় গিয়েছিলেন রাহুল। কর্ণাটক খাদি গ্রামীণ শিল্প সফরে তাঁর পোস্ট করা ছবিগুলিতে জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। একটি ছবিতে তাঁকে পতাকা ইস্ত্রি করতেও দেখা যায়।
advertisement
“আজ কর্ণাটকের হুবলিতে অবস্থিত কর্ণাটক খাদি গ্রামীণ শিল্পে আমাদের তেরঙ্গা বুনছেন এমন সমস্ত শিল্পী ও কর্মীদের সঙ্গে দেখা করে খুব আনন্দ পেয়েছি। তেরঙ্গাকে সর্বদা উঁচু করে রাখতে লক্ষ লক্ষ দেশবাসী তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু একটি সংস্থা তেরঙ্গাকে গ্রহণ করতে সবসময়ই অস্বীকার করেছিল। ৫২ বছর ধরে নাগপুরে তাদের সদর দফতরে তেরঙ্গা উত্তোলন করা হয়নি এবং ক্রমাগত তেরঙ্গাকে অপমান করেছে ওই সংগঠন,” বলেন রাহুল গান্ধি।
advertisement
कर्नाटक खादी ग्रामोद्योग के सभी साथियों से मिलकर बहुत खुशी हुई।
इतिहास गवाह है, 'हर घर तिरंगा' मुहीम चलाने वाले, उस देशद्रोही संगठन से निकले हैं, जिन्होंने 52 सालों तक तिरंगा नहीं फहराया। आज़ादी की लड़ाई से, ये कांग्रेस पार्टी को तब भी नहीं रोक पाए और आज भी नहीं रोक पाएंगे। pic.twitter.com/tp2fjLki75 — Rahul Gandhi (@RahulGandhi) August 3, 2022
advertisement
“আজ, ওই একই সংগঠন থেকে বেরিয়ে আসা মানুষ তেরঙ্গার ইতিহাস বলছে এবং ‘হর ঘর তেরঙ্গা’র প্রচার চালাচ্ছে,” বলেন কংগ্রেস নেতা রাহুল। বিজেপি-আরএসএসকে আক্রমণ করে রাহুল প্রশ্ন তোলেন, “৫২ বছর ধরে আরএসএস কেন তাদের সদর দফতরে তেরঙ্গা উত্তোলন করেনি? যারা খাদি থেকে জাতীয় পতাকা তৈরি করে তাদের জীবিকা কেন ধ্বংস করা হচ্ছে? কেন চিন থেকে মেশিনে তৈরি, পলিয়েস্টারের পতাকা আমদানি করাকে অনুমোদন দেওয়া হয়েছিল?”
advertisement
ট্যুইটারে কংগ্রেস নেতা রাহুল বলেন, “তারা স্বাধীনতা সংগ্রামের সময়ও কংগ্রেসকে থামাতে পারেনি। এখনও পারবে না।” এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ন্যাশনাল হেরাল্ডের ইয়াং ইন্ডিয়ান অফিস সিল করে দিলে এবং দলের সদর দফতর তথা গান্ধি পরিবারের বাড়ি ব্যারিকেড করার পরেই এমনটা লেখেন রাহুল।
advertisement
গতকালই, রাহুল গান্ধি তাঁর ট্যুইটারের প্রোফাইল পিকচার পরিবর্তন করে জওহরলাল নেহরুর জাতীয় পতাকা ধরে থাকা একটি ছবি পোস্ট করে এবং লেখেন, “দেশের গর্ব আমাদের তেরঙ্গা। আমাদের তেরঙ্গা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে রয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সাম্প্রতিকতম ‘মন কি বাত’-এ সকল দেশবাসীকে তাঁদের সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে জাতীয় পতাকার ছবি দিতে আবেদন করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2022 4:45 PM IST