৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে সুষমা স্বরাজের, এবার কে হবেন তার মালিক?

Last Updated:

সুষমা স্বরাজ ও তার স্বামীর কাছে প্রায় ৩২ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে ৷

#নয়াদিল্লি: ৬৭ বছর বয়সে প্রয়াত সুষমা স্বরাজ। বাড়িতে হৃদরোগে আক্রান্ত। নয়াদিল্লির এইমসে জীবনাবসান। প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধির। শোকবার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুষমা স্বরাজের উদ্দেশ্যে ট্যুইট করেছেন, ‘ভারতীয় রাজনীতিতে একটি গৌরবময় অধ্যায় শেষ হয়ে গেল ৷ ভারত একজন অসাধারণ নেতাকে হারাল ৷ ’
মহিলাদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে অভূতপূর্ব কাজ করেছে সুষমা স্বরাজ ৷ এর পাশাপাশি বিদেশমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের সহ এরকম বহু মানুষের সাহায্য করেছেন যাতে তারা ভারতে এসে চিকিৎসা করাতে পারেন ৷ এডিআর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালের শেষ এফিডেবিট অনুযায়ী সুষমা স্বরাজ ও তার স্বামীর কাছে প্রায় ৩২ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে ৷
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, সুষমা ও তার স্বামীর ১৯ কোটি টাকার সেভিংস রয়েছে ৷ এর মধ্যে ১৭ কোটির এফডিআর সামিল রয়েছে ৷ এছাড়া তাদের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৩০ লক্ষ টাকা ৷ এছাড়া তাদের কাছে একাধিক গাড়ি রয়েছে ৷ সুষমা স্বরাজের স্বামীর কাছে ২০১৭ সালের মডের মার্সিডিজ রয়েছে যার দাম প্রায় ৩৬ লক্ষ টাকা ৷
advertisement
২০১৮ সালে রাজ্যসভা নির্বাচনের জন্য সুষমা তার ইনকাম এফিডেবিট দিয়েছিলেন ৷ সেটা অনুযায়ী, তার সোনা ও রুপোর গয়না ভালবাসেন ৷ তার কাছে ২৯,৩৪,০০০ টাকার গয়না রয়েছে ৷ তার নিজের গাড়িও ছিল না ৷
এছাড়া তাদের কাছে কোটি টাকার প্রোপার্টি রয়েছে ৷ তাদের হরিয়ানার কাছে একটি এগ্রিকালচার ল্যান্ড রয়েছে যার দাম প্রায় ৯৮ লক্ষ টাকা ৷ এছাড়া দিল্লিতে তার একটি ফ্ল্যাট রয়েছে ৷ যার দাম প্রায় ২ কোটি টাকা ৷ মুম্বই ও দিল্লিতে তার স্বামীর নামে ফ্ল্যাট রয়েছে ৷ মুম্বইয়ের ফ্ল্যাটের দাম ৬ কোটি ও দিল্লির ফ্ল্যাটের দাম প্রায় ২ কোটি টাকা ৷ সুষমা স্বরাজের পর তার স্বামী সমস্ত সম্পত্তির মালিক হতে চলেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে সুষমা স্বরাজের, এবার কে হবেন তার মালিক?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement