Keshari Nath Tripathi: হাত ভাঙা থেকে সূত্রপাত, কিছুদিনেই সব শেষ! প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

Last Updated:

Keshari Nath Tripathi: পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্য়পাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। ২০১৪ এর জুলাই থেকে ২০১৯ সাল পর্যন্ত এ রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি।

প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী
প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী
#কলকাতা: প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার ভোর পাঁচটা নাগাদ নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। গত ডিসেম্বর মাস থেকেই উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতিই তাঁর হাত ভেঙে গিয়েছিল। গত সপ্তাহেই তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। রবিবার ভোর ৫টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন।
পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্য়পাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। ২০১৪ এর জুলাই থেকে ২০১৯ সাল পর্যন্ত এ রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী গত ৮ ডিসেম্বর বাথরুমে পড়ে যান, তাঁর হাত ভেঙে যায়। এরপর থেকেই খেতে সমস্যা হচ্ছিল তাঁর। গত ৩১ ডিসেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সমস্যাও শুরু হয়। মূত্রের সমস্যাও দেখা দেয়।
advertisement
advertisement
দ্রুত তাঁকে প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন তিনি। রবিবার ভোর পাঁচটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। প্রসঙ্গত এর আগে তিনি দুইবার করোনা আক্রান্তও হয়েছিলেন।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্য়ুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ''শ্রী কেশরীনাথ ত্রিপাঠী জি তাঁর সেবা ও বুদ্ধির জন্য সম্মানিত ছিলেন। তিনি সাংবিধানিক বিষয়ে পারদর্শী ছিলেন। তিনি উত্তরপ্রদেশে বিজেপির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং রাজ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।''
বাংলা খবর/ খবর/দেশ/
Keshari Nath Tripathi: হাত ভাঙা থেকে সূত্রপাত, কিছুদিনেই সব শেষ! প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement