Viral Video: ট্র্যাক্টরের চাকা মাথার উপর দিয়ে চলে গেলেও প্রাণে বেঁচে গেলেন বাইক চালক! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Dahod Accident Viral Video: প্রাণে বেঁচে গেলেও ভালোমতোই চোট পেয়েছেন বাইক চালক ৷ শিশুটিও কিছুটা হলেও আঘাত পেয়েছে ৷ তবে ঈশ্বরের কৃপায় এ যাত্রায় বেঁচে গিয়েছেন প্রত্যকেই ৷

Photo: Twitter
Photo: Twitter
দাহোদ, গুজরাত: এই ভিডিও দেখলে আঁতকেই উঠতে হয় ৷ যে কোনও পথ দুর্ঘটনাই ভয়ঙ্কর ৷ কিন্তু সিসিটিভি ফুটেজে সেই দুর্ঘটনার ছবি দেখলে ভয়ে গায়ে কাঁটা দেওয়ার মতোই ৷ গুজরাতের দাহোদে এমনই একটি দুর্ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ যেখানে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি ৷ কীভাবে ? তা ভিডিওটি না দেখলে বোঝার উপায় নেই !
বাইকে স্ত্রী-কে পিছনে বসিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ স্ত্রী-র কোলে ছিল তাদের শিশুও ৷ প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় প্রায় সর্বত্রই জল জমে ছিল ৷ কোনওরকমে জমা জল এড়িয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ৷ কিন্তু রাস্তায় একটি ট্র্যাক্টর এসে পড়ায়, সেটিকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি ৷ বাইকের চাকা পিছলে গিয়ে রাস্তায় পড়ে যান চালক এবং পিছনে বসা দু’জনেই ৷
advertisement
advertisement
advertisement
মা-র হাত থেকে ছিটকে প্রায় ট্র্যাক্টরের চাকার তলায় চলে যাচ্ছিল শিশুটি ৷ কোনওরকমে নিজের সন্তানকে টেনে বাঁচিয়ে নেন মা ৷ কিন্তু ওই ব্যক্তির প্রায় মাথার উপর দিয়েই চলে যায় ট্র্যাক্টরের পিছনের চাকাটি ! কিন্তু তারপরেও অলৌকিকভাবেই প্রাণে বেঁচে গিয়েছেন প্রত্যকেই ৷ ভিডিওটি না দেখলে তা বিশ্বাস করাই কঠিন ৷ এটা সম্ভব হয়েছে, স্রেফ মাথায় হেলমেট পরে থাকার জন্যই ৷ বাইক-স্কুটার চালানোর সময় হেলমেট পরা যে কতটা জরুরী, এই ঘটনা থেকেই সবার শিক্ষা নেওয়া উচিৎ ৷
advertisement
প্রাণে বেঁচে গেলেও ভালোমতোই চোট পেয়েছেন বাইক চালক ৷  শিশুটিও কিছুটা হলেও আঘাত পেয়েছে ৷ তবে ঈশ্বরের কৃপায় এ যাত্রায় বেঁচে গিয়েছেন প্রত্যকেই ৷ এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: ট্র্যাক্টরের চাকা মাথার উপর দিয়ে চলে গেলেও প্রাণে বেঁচে গেলেন বাইক চালক! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement