Viral Video: ট্র্যাক্টরের চাকা মাথার উপর দিয়ে চলে গেলেও প্রাণে বেঁচে গেলেন বাইক চালক! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Dahod Accident Viral Video: প্রাণে বেঁচে গেলেও ভালোমতোই চোট পেয়েছেন বাইক চালক ৷ শিশুটিও কিছুটা হলেও আঘাত পেয়েছে ৷ তবে ঈশ্বরের কৃপায় এ যাত্রায় বেঁচে গিয়েছেন প্রত্যকেই ৷

Photo: Twitter
Photo: Twitter
দাহোদ, গুজরাত: এই ভিডিও দেখলে আঁতকেই উঠতে হয় ৷ যে কোনও পথ দুর্ঘটনাই ভয়ঙ্কর ৷ কিন্তু সিসিটিভি ফুটেজে সেই দুর্ঘটনার ছবি দেখলে ভয়ে গায়ে কাঁটা দেওয়ার মতোই ৷ গুজরাতের দাহোদে এমনই একটি দুর্ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ যেখানে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি ৷ কীভাবে ? তা ভিডিওটি না দেখলে বোঝার উপায় নেই !
বাইকে স্ত্রী-কে পিছনে বসিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ স্ত্রী-র কোলে ছিল তাদের শিশুও ৷ প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় প্রায় সর্বত্রই জল জমে ছিল ৷ কোনওরকমে জমা জল এড়িয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ৷ কিন্তু রাস্তায় একটি ট্র্যাক্টর এসে পড়ায়, সেটিকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি ৷ বাইকের চাকা পিছলে গিয়ে রাস্তায় পড়ে যান চালক এবং পিছনে বসা দু’জনেই ৷
advertisement
advertisement
advertisement
মা-র হাত থেকে ছিটকে প্রায় ট্র্যাক্টরের চাকার তলায় চলে যাচ্ছিল শিশুটি ৷ কোনওরকমে নিজের সন্তানকে টেনে বাঁচিয়ে নেন মা ৷ কিন্তু ওই ব্যক্তির প্রায় মাথার উপর দিয়েই চলে যায় ট্র্যাক্টরের পিছনের চাকাটি ! কিন্তু তারপরেও অলৌকিকভাবেই প্রাণে বেঁচে গিয়েছেন প্রত্যকেই ৷ ভিডিওটি না দেখলে তা বিশ্বাস করাই কঠিন ৷ এটা সম্ভব হয়েছে, স্রেফ মাথায় হেলমেট পরে থাকার জন্যই ৷ বাইক-স্কুটার চালানোর সময় হেলমেট পরা যে কতটা জরুরী, এই ঘটনা থেকেই সবার শিক্ষা নেওয়া উচিৎ ৷
advertisement
প্রাণে বেঁচে গেলেও ভালোমতোই চোট পেয়েছেন বাইক চালক ৷  শিশুটিও কিছুটা হলেও আঘাত পেয়েছে ৷ তবে ঈশ্বরের কৃপায় এ যাত্রায় বেঁচে গিয়েছেন প্রত্যকেই ৷ এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: ট্র্যাক্টরের চাকা মাথার উপর দিয়ে চলে গেলেও প্রাণে বেঁচে গেলেন বাইক চালক! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement