Delhi Police arrested terrorists| পুজোর মুখে বড় হামলার ছক! দাউদের ভাইয়ের হাড় হিম করা পরিকল্পনা রুখল দিল্লি পুলিশ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Delhi Police arrested terrorists| দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্র মারফত খবর পেয়ে এই ছয় জঙ্গিকে আটক করেছে। এখন এই ছয়জনকেই দিল্লিতে আনা হচ্ছে।
#নয়াদিল্লি: পুজোর মরশুমে নাশকতার বড় ছক বানচাল করল দিল্লি পুলিশ (Delhi Police arrested terrorists)! সূত্রের খবর দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিমের মদতে ভারতে খুব শিগগিরই বড়স়ড় হামলার ছক করছিল এই দলটি। সূত্রের খবর, এই দলটিতে ১৪ থেকে ১৫ জন বাংলাভাষীও ছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্র মারফত খবর পেয়ে এই ছয় জঙ্গিকে আটক (Terrorists caught in Delhi) করেছে। এখন এই ছয়জনকেই দিল্লিতে আনা হচ্ছে।
এই ছয় জঙ্গি দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে গ্রেফতার হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশ থেকে। দিল্লি থেকে গ্রেফতার হয়েছে দু'জনকে। রাজস্থানের কোটায় ট্রেন থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতদের নাম যথাক্রমে জিসান কামার, জান মহাম্মদ, আলি ওসামা, মহাম্মদ আবু বকর। সূত্রের খবর ধৃত জঙ্গিদের আজই জেরা করবে এনআইএ।
advertisement
Delhi Police Special Cell has busted a Pak-organised terror module, arrested 6 people including two terrorists who received training in Pakistan pic.twitter.com/ShadqybnKU
— ANI (@ANI) September 14, 2021
advertisement
ধৃতদের জেরা করে জানা যাচ্ছে, এদের দুজনের প্রশিক্ষণ হয়েছিল পাকিস্তানে। দ্রুত জঙ্গিরা আরও জানাচ্ছে, এদের সঙ্গেই অন্তত ১৫ জন বাংলাভাষী জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এই বাংলাভাষীরা কি এই বাংলার নাকি বাংলাদেশের তা অবশ্য জানা যায়নি।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ট্রেনিং নিতে এই জঙ্গিরা মাসকট হয়ে পাকিস্তানে পৌঁছেছিল। সেখানে ১৫ দিনের ট্রেনিং ক্যাম্প হয়। একে ফরটি সেভেন চালানো, আইইডি বিস্ফোরক ব্যবহার সেখানে শেখানো হয়।এনআই সূত্রে জানা যাচ্ছে এই জঙ্গিদের পাকিস্তানে ট্রেনিং দেওয়া হয়েছিল গাজি নামক এক সামরিক অফিসারের অধীনে। জব্বর এবং হামজা নামক আরও দুই ব্যক্তি গাজির নেতৃত্বে এদেরকে ট্রেনিং দিয়েছিলেন। উল্লেখ্য, ধৃতদের কাছে প্রচুর বিস্ফোরকও পেয়েছে পুলিশ।
advertisement
দিল্লি পুলিশের স্পেশাল সিপি নীরজ ঠাকুর বলেন, "ওই দলের মধ্যে ১৫-১৫ জন বাংলাভাষী ছিল। আমাদের কাছে খবর আছে, এই মডিউলটি নেপথ্যে রয়েছে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম।" মনে করা হচ্ছে উৎসবের জমায়েতে নাশকতার চালাতেই সক্ষম ছিল জঙ্গিরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2021 12:19 PM IST