Home /News /national /
আতঙ্কের চোরাস্রোতে থরহরি কম্প, বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেল কুমীর, দেখুন ভিডিও

আতঙ্কের চোরাস্রোতে থরহরি কম্প, বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেল কুমীর, দেখুন ভিডিও

watch horrific video of crocodile entered in house of Rajasthan

watch horrific video of crocodile entered in house of Rajasthan

বাপ রে বাপ! কী কাণ্ড চোখে দেখলাম এখনও বিশ্বাস করতে পারছেন না মানুষজন৷

  • Last Updated :
  • Share this:

#জয়পুর: বৃষ্টির মধ্যে অনেক জায়গাতেই অনেকের বাড়িতে কিছু ঢুকে পড়ে৷ কখনও কোন পোকামাকড়, ব্যাঙ, কখনও আবার সাপ-বিছে৷ কিন্তু যদি জলে বাস করা কুমীর ঢুকে পড়ে তাহলে কি হতে পারে? এরকম কখনও হতে পারে দুঃস্বপ্নেও ভাবতে পারেন না, তাই হয়েছে৷ ঘটনাটি ঘটেছে সোওয়াই মাধোপুরা জেলায়৷ দেখে ঘরের মানুষজন অজ্ঞান হওয়ার উপক্রম৷ দ্রুত খবর দেওয়া হয় বন দফতরে৷ বনকর্মীরা যখন ওই কুমীরকে উদ্ধার করার জন্য পৌঁছয় তখনও তার কীর্তি কলাপ দেখে আতঙ্কিত হয়ে ওঠে সকলেই৷

:

ঘরে পৌঁছে কুমীরটিকে কীভাবে বার করল বন দফতরের কর্মীরা সেই আতঙ্কের ভিডিও এই মুহূর্তে ভাইরাল (Viral Video)৷  নিউজ ১৮ আপনাদের সেই ভিডিও দেখাল৷ যাতে পরিষ্কার দেখা গেছে কীরকম বড় বড় মাছ , নদীর কিনারায় চরতে থাকা পশুদের অনায়াসে খেয়ে নেয় সেরকম সাইজের কুমীর ঢুকেছিল ঘরে৷ আর ছোট্ট ঘরের মধ্যে ঢুকে পড়ে সেও বাইরে বার হওয়ার জন্যে ছটফট করছিল৷ প্রায় ৮ ফুটের লম্বা ছিল কুমীরটি৷ তার সেই ছটফটের জের বনকর্মীদের আরও অসুবিধা হচ্ছিল তাকে ধরতে৷

এই ঘটনা সোওয়াই মাধোপুর জেলার বাকয়া বহরাবণ্ডা খুর্দ কসবার নিউ কলোনির৷ কুমীরের ঢুকে পড়ার ঘটনায় গোটা বাড়িতে  চাঞ্চল্য তৈরি হয়েছে৷ এরপরেই দ্রুত বাড়ির লোকেরা বন দফতরের আধিকারিকদের খবর দেন৷ সেখানে বন দফতরের পুরো দল সেখানে পৌঁছে যায়৷ ২ ঘণ্টার লাগাতার চেষ্টার পর কুমীরটিকে উদ্ধার করা হয়৷

ঘরের কাছাকাছি একটি পুকুর রয়েছে৷ বৃষ্টির কারণে সেখান থেকেই কোনও ভাবে জলের ধারার সঙ্গে বাড়ির উঠোনে ঢুকে পড়েছিল৷ উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তারপর লম্বা চেষ্টার পর সেই কুমীরটিকে উদ্ধার করা হয়৷ একদিকে যেমন সকলেই ভয় পাচ্ছিল কুমীরটিকে তেমনিই সেই প্রাণীটিও ওই ছোট জায়গার মধ্যে আটকা পড়ে হাঁসফাঁস করছিল৷ এর আগেও অনেক সময় কুমীর লোকালয়ে ঢুকে পড়েছে হলেও এবারের মতো ঘরের মধ্যেই কুমীরের ঢুকে পড়ার ঘটনা আরও বেশি ভয়ঙ্কর৷

Published by:Debalina Datta
First published:

Tags: Crocodile, Viral Video