আধার সংক্রান্ত আপডেটের জন্য এ বার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করুন, কীভাবে? জানুন বিশদে

Last Updated:

আধার সম্পর্কে কোনও কিছু জানার হলে ভোক্তা বাড়িতে বসে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বুকিং করতে পারবেন।

#নয়াদিল্লি: আধার সম্পর্কিত পরিষেবা গুলি সঠিক ভাবে গ্রাহকের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার বড় বড় শহরে আধার পরিষেবা কেন্দ্র স্থাপন করেছে। আধার সম্পর্কে কোনও কিছু জানার হলে গ্রাহককে পরিষেবা কেন্দ্রে গিয়ে জিজ্ঞাসাবাদ বা অ্যাপয়েন্টমেন্ট করার কোনও প্রয়োজন নেই। ভোক্তা বাড়িতে বসে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বুকিং করতে পারবেন।
দূরে গিয়ে অর্থাৎ আধার কেন্দ্রে গিয়ে জিজ্ঞাসার প্রয়োজন নেই। নতুন আধার কার্ডের জন্য আবেদন করা বা পুরনো কার্ডে যদি কোনও পরিবর্তন আনার হয় তাহলে বাড়িতে বসেই আপনার সুবিধা মতো একটি দিন বেছে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করুন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)- ইউজারদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা চালু করার প্রক্রিয়াটি আরও সহজ হয়ে গিয়েছে।
advertisement
অনলাইনে আধার পরিষেবা কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কীভাবে দেখে নিন---
advertisement
১) প্রথমে আপনাকে www.uidai.govt.in ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে গিয়ে ‘My Aadhaar’ বলে একটি অপশন আসবে। অপশনে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ‘Book an Appoinment’ –এ ক্লিক করুন।
৩) তারপরে আপনার শহর এবং অঞ্চলের নাম ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। ‘Proceed to Book Appoinment’-এ ক্লিক করুন।
advertisement
৪) এর পরে, আপনার নিজের মোবাইল নম্বর সরবরাহ করতে হবে এবং যাচাইয়ের জন্য আপনাকে একটি ওটিপি দেওয়া হবে।
৫) তারপরে, আপনাকে আধার বিবরণ এবং ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে।
৬) এছাড়াও আপনার নিজের পছন্দের একটি তারিখ এবং সময় বেছে নিতে পারবেন।
৭) এর পরে, ওখান থেকে আপনাকে একটি বুকিং অ্যাপয়েন্টমেন্ট নম্বর সরবরাহ করা হবে।
advertisement
এগুলি ছাড়াও আধার পরিষেবা কেন্দ্রে টোকেন সিস্টেম রয়েছে। যার মধ্যে আবেদনকারীকে প্রথমে একটি টোকেন নিতে হবে এবং তারপরে নথি যাচাই বা পরিবর্তনের জন্য যাচাইকারীর (verifier) কাছে যেতে হবে। কাজ শেষ করার পরে, আবেদনকারী চার্জ প্রদানের জন্য ক্যাশ কাউন্টারে চলে যেতে পারেন। বিনা খরচায় আবেদনকারী নতুন নাম রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু আধার সংক্রান্ত যে কোনও আপডেটের জন্য টাকা দিতে হবে আবেদনকারীকে।
advertisement
আধার পরিষেবা কেন্দ্র থেকে আপনি কোন কোন বিষয় সাহায্য পেতে পারেন জেনে নিন---
১) নতুন আধার তালিকাভুক্তি (Fresh Aadhaar enrolment)
২) নাম আপডেট (Name Update)
৩) ঠিকানা আপডেট (Address Update)
৪) মোবাইল নং আপডেট (Mobile No. Update)
৫) ইমেল আইডি আপডেট (Email ID Update)
৬) জন্ম তারিখের তারিখ (Date of Birth Update)
advertisement
৭) লিঙ্গ আপডেট (Gender Update)
৮) বায়োমেট্রিক ( ছবি + আঙুলের ছাপ + আইরিস ) [ Biometric ( Photo + Finger prints + Iris ) ]
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আধার সংক্রান্ত আপডেটের জন্য এ বার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করুন, কীভাবে? জানুন বিশদে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement