বাংলা-সহ ৫ রাজ্যে নির্বাচনের আগেই ডিজিটাল হচ্ছে ভোটার আইডি

Last Updated:

ঠিক আধার কার্ডের (Aadhaar Card) মতো এবার আপনার ভোটার আইডি কার্ড (Voter ID Card ) হতে চলেছে ডিজিটাল ৷

#নয়াদিল্লি: ঠিক আধার কার্ডের (Aadhaar Card) মতো এবার আপনার ভোটার আইডি কার্ড (Voter ID Card ) হতে চলেছে ডিজিটাল ৷ দেশের নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত মিললেই এ বিষয়ে দ্রুত কাজ শুরু হওয়ার কথা চলছে ৷ ভোটাররা নিজেই এই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন বলে জানা গিয়েছে ৷
নির্বাচন কমিশনের (Election Commission of India) সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গোটা কর্মকাণ্ডের প্ল্যান একেবারে তৈরি করে ফেলা হয়েছে ৷ নির্বাচন কমিশন থেকে অনুমতি পেলেই ভোটারা এই সুবিধা পেয়ে যাবেন ৷
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন ভোটাররা প্রথম থেকেই এই সুবিধা নিতে পারেন ৷ আর পুরনো ভোটারদের এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে ৷ আর তার জন্য ব্যবহার করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপ ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, নতুন ভোটার কার্ডের জন্য নতুন আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনের পরে, আবেদনকারী এটি ডিজিটাল ফরম্যাটে পাবেন ৷ যেক্ষেত্রে  ব্যবহার হবে আবেদনকারীর রেজিস্ট্রার হওয়া মোবাইল নম্বর।
এই ডিজিটাল ভোটার আইডি কার্ড বা EPIC-এ দুটো ভিন্ন  QR কোড থাকবে ৷ একটি  QR কোডে থাকবে ভোটারের নাম ও আরেকটি  QR কোডে থাকবে ভোটারের সম্পর্কে যাবতীয় তথ্য ৷
advertisement
নির্বাচন কমিশনের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই এই বিষয়ে সমস্ত কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷  ৷ শুধু দেশের ভোটাররা নয়, কর্মসূত্রে বিদেশে থাকা, এদেশের নাগরিকরাও এই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাংলা-সহ ৫ রাজ্যে নির্বাচনের আগেই ডিজিটাল হচ্ছে ভোটার আইডি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement