ম্যাচে আউট হয়ে 'চিটিং' শুরু বিরাটের, TikTok ভিডিওয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া
Last Updated:
কোহলিকে ব্যাট হাতে দেখা গিয়েছে৷ কিন্তু তিনি মুহূর্তে আউট হয়ে যান৷ তারপরই শুরু হয় চিটিং!
#ইন্দৌর: ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ যখন চলছে, তখনই সামনে এল এই ভিডিও৷ তাতে ক্যাপ্টেন কোহলিকে ব্যাট হাতে দেখা গিয়েছে৷ কিন্তু তিনি মুহূর্তে আউট হয়ে যান৷ তারপরই শুরু হয় চিটিং! জোর করে ম্যাচে টিকে থাকতে শুরু হয় লড়াই৷ কিছুতেই নিজের আউট স্বীকার করতে চাননি কোহলি৷ ম্যাচের সব প্লেয়ার আউট বলে চিৎকার করতে থাকলে, বিরাট হাত তুলে না বলতে থাকেন৷ তিনি আবার খেলবেন বলে জোরজার করতে থাকেন৷ সেই TikTok ভিডিও এই মুহূর্তে ভাইরাল৷
When world class batsman Cheats in street cricket @imVkohli pic.twitter.com/kChjiXOKXJ
— I_D_I_O_T (@siddhu_tweets) November 14, 2019
advertisement
আসলে এটি একটি বিজ্ঞাপনের শ্যুটিং৷ যাতে গলি ক্রিকেট খেলতে দেখা যাবে বিরাটকে৷ পাড়ার কচিকাচাদের নিয়ে বিরাটের এই ম্যাচেই বাঁধবে গন্ডগোল৷ এক খুদের বলে তিনি বোল্ড হন৷ কিন্তু সেই আউটটি তিনি মানতে চাননি৷ মজার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়াচ্ছে৷ বিজ্ঞাপনের শ্যুটিং-এর জন্য ইন্দৌরের একটি পাড়ায় পৌঁছে যান তিনি৷ আর সেখানে বিজ্ঞাপন শ্যুটের সময় এই TikTok ভিডিও তোলেন এলাকার এক ব্যক্তি৷ যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 4:43 PM IST