corona virus btn
corona virus btn
Loading

ম্যাচে আউট হয়ে 'চিটিং' শুরু বিরাটের, TikTok ভিডিওয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

ম্যাচে আউট হয়ে 'চিটিং' শুরু বিরাটের, TikTok ভিডিওয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া
Photo Collected

কোহলিকে ব্যাট হাতে দেখা গিয়েছে৷ কিন্তু তিনি মুহূর্তে আউট হয়ে যান৷ তারপরই শুরু হয় চিটিং!

  • Share this:

#ইন্দৌর: ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ যখন চলছে, তখনই সামনে এল এই ভিডিও৷ তাতে ক্যাপ্টেন কোহলিকে ব্যাট হাতে দেখা গিয়েছে৷ কিন্তু তিনি মুহূর্তে আউট হয়ে যান৷ তারপরই শুরু হয় চিটিং! জোর করে ম্যাচে টিকে থাকতে শুরু হয় লড়াই৷ কিছুতেই নিজের আউট স্বীকার করতে চাননি কোহলি৷ ম্যাচের সব প্লেয়ার আউট বলে চিৎকার করতে থাকলে, বিরাট হাত তুলে না বলতে থাকেন৷ তিনি আবার খেলবেন বলে জোরজার করতে থাকেন৷ সেই TikTok ভিডিও এই মুহূর্তে ভাইরাল৷

আসলে এটি একটি বিজ্ঞাপনের শ্যুটিং৷ যাতে গলি ক্রিকেট খেলতে দেখা যাবে বিরাটকে৷ পাড়ার কচিকাচাদের নিয়ে বিরাটের এই ম্যাচেই বাঁধবে গন্ডগোল৷ এক খুদের বলে তিনি বোল্ড হন৷ কিন্তু সেই আউটটি তিনি মানতে চাননি৷ মজার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়াচ্ছে৷ বিজ্ঞাপনের শ্যুটিং-এর জন্য ইন্দৌরের একটি পাড়ায় পৌঁছে যান তিনি৷ আর সেখানে বিজ্ঞাপন শ্যুটের সময় এই TikTok ভিডিও তোলেন এলাকার এক ব্যক্তি৷ যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷

আরও পড়ুন ইন্দোরেই পিঙ্ক বলের আত্মপ্রকাশ, শুরু ইডেনের মহড়া

First published: November 14, 2019, 5:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर