হোম /খবর /খেলা /
ইন্দোরেই পিঙ্ক বলের আত্মপ্রকাশ, শুরু ইডেনের মহড়া

ইন্দোরেই পিঙ্ক বলের আত্মপ্রকাশ, শুরু ইডেনের মহড়া

হোলকার স্টেডিয়ামেই গোলাপি আভা। পিঙ্ক বলের আত্মপ্রকাশ করল বিসিসিআই। এই বলেই দিনরাতের টেস্ট হবে ইডেনে।

  • Last Updated :
  • Share this:

    #ইন্দোর: ইন্দোরেই কলকাতার মহড়া। সামনে এল গোলাপি বল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সুইং বুঝতে নেটে গোলাপি বলে অনুশীলন বিরাটদের।

    মঙ্গলবার শুভমুক্তি। হোলকার স্টেডিয়ামেই গোলাপি আভা। পিঙ্ক বলের আত্মপ্রকাশ করল বিসিসিআই। এই বলেই দিনরাতের টেস্ট হবে ইডেনে। তার আগে নেটে মহড়া শুরু টিম ইন্ডিয়ার। বৃহস্পতিবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগে গোলাপি বলেই সুইং বুঝতেই ইন্দোরের নেটে মহড়া শুরু কোহলিদের।

    মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা এবং রবীন্দ্র জাডেজা- এই তিন ভারতীয় ক্রিকেটারের অভিজ্ঞতা রয়েছে গোলাপি বলে ম্যাচ খেলার। তাঁদের থেকেই এই ব্যাপারে খোঁজখবর নিতে চান অধিনায়ক বিরাট। বুঝতে চান কোকাবুরা এবং এসজি বলের ফারাক। ঘরের মাঠে টানা এগারো সিরিজে অপরাজিত ভারতীয় দল। ইন্দোরে একডজন সিরিজ জিতে নতুন রেকর্ড বিরাটের চোখে।

    First published:

    Tags: Eden Test, Pink Ball, Test Match