Flying Snake: আকাশে ও কী উড়ছে! আতঙ্কের লহর চরমে, উড়ন্ত সাপ দেখে হুঁশ উড়ল সকলের, রইল ভিডিও

Last Updated:

Flying Snake: ফ্লাইং স্নেক অত্যন্ত আতঙ্কের এক জিনিস৷ ফ্লাইং স্নেককে Chrysopelea বলে৷

ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
জালালাবাদ: একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তাতে কী হচ্ছে দেখলে আতঙ্কে শিউরে উঠতে হবে৷ স আর প এই দুটি অক্ষর পাশে বসে সাপ শব্দটি তৈরি হলেই মানুষ ভয় পেয়ে যায়৷ তারমধ্যে যদি আবার সাপটি ওড়ে তাহলে তো আর কথাই নেই৷ ভাববেন না যে এই উড়ন্ত সাপ শুধুমাত্র বনবাদাড়ে পাওয়া যায়৷ সম্প্রতি এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে যেখানে পাকা বাড়ি এবং চওড়া পিচ বাঁধানো রাস্তা এলাকাতেই দেখা গেল উড়ন্ত সাপ৷
এই উড়ন্ত সাপের ভাইরাল ভিডিও দেখা গেছে সেই সাপটি নাকি জালালাবাদের- ফাজিলকা-র৷
ফুটেজ অনুসারে সাপটি এমনভাবে উড়ছিল তা দেখে মানুষের মধ্যে আতঙ্কের প্রবাহ বয়ে যায়৷ একটি সেলুনে কর্মরত ব্যক্তি এভাবে উড়ন্ত সাপ দেখে সকলকে খবর দেন৷
advertisement
সাপটি রাস্তা দিয়ে যাচ্ছিল এবং কোনও উঁচু জায়গা থেকে লাফানোর সময় শরীর হাওয়ায় ভাসিয়ে রাখছিল৷ আকাশে উড়ন্ত সাপটি দেখে মনে হচ্ছিল একটি সরু লিকলিকে রিবন ৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
ফ্লাইং স্নেক অত্যন্ত আতঙ্কের এক জিনিস৷ ফ্লাইং স্নেককে Chrysopelea বলে৷ সাপটি উড়লেও একটা নিশ্চিন্ত বিষয় যে এই সাপ বিষহীণ হয়৷ সবচেয়ে ছোট এই সাপগুলি ২ ফিট পর্যন্ত হয়৷  তবে উড়ন্ত সাপ কি সত্যিই আসলে ওড়ে?
advertisement
এরা কিন্তু আসলে উড়তে পারে না, তারা আকাশে গ্লাইড করে অনেকটা দূর শরীর ছুঁড়ে দিতে পারে৷ একে এক বার গ্লাইড করে ১০০ মিটার পর্যন্ত শরীর ছুঁড়ে দিতে পারে৷ তারা নিজেদের ভেন্ট্রাল স্কেলকে টেনে শরীরকে কনকেভ শেপে পরিণত করে, তারপর প্যারাশ্যুটের মতো সেটিকে উড়িয়ে দেয়৷
advertisement
ভারতীয় ফ্লাইং সাপের একটি বিশেষ প্যাটার্নের হয়৷ অনেক ক্ষেত্রেই কালো ও সবুজ রঙের হয় এবং অরেঞ্জ স্পট থাকে৷
এই সাপ একসঙ্গে ১২ টি ডিম পাড়তে পারে৷ এরা গাছের ফাঁকে কিম্বা গর্তে প্রবেশ করে যায়৷ এটি পশ্চিমঘাটে , কিছুটা অংশে পূর্বঘাটে এবং উত্তর পূর্ব ভারতে দেখা যায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Flying Snake: আকাশে ও কী উড়ছে! আতঙ্কের লহর চরমে, উড়ন্ত সাপ দেখে হুঁশ উড়ল সকলের, রইল ভিডিও
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement