Viral Video: চারদিকে কালো অন্ধকার, নীচ দিয়ে ফুঁসছে ভয়ানক নদী, ওদিকে আটকে মানুষেরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: ঠিক কী রুদ্ধশ্বাসভাবে জলের তোড়ে আটকে থাকা মানুষদের উদ্ধার করা হল তার ভিডিও দেখলেও আঁতকে উঠতে হচ্ছে৷ রইল ভাইরাল ভিডিও৷
সিমলা: গহীন কালো রাত, বয়ে যাচ্ছে প্রবল খরস্রোতা বিয়াস নদী৷ ওপারে আটকে জনা কয়েক মানুষ৷ হিমাচল প্রদেশের মান্ডি জেলার নাগওয়াইন গ্রামের কাছে গভীর রাতে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে এনডিআরএফ দল৷ রাজ্যে অবিরাম বৃষ্টির পরে স্ফীত বিয়াস নদীতে আটকে থাকা ৬ জনকে উদ্ধার করে এক সাংঘাতিক সাহসী অপারেশনের মাধ্যমে।
হিমাচল প্রদেশে নজিরবিহীণ বৃষ্টির কারণে ভিক্টোরিয়া ব্রিজ, পঞ্চবক্তা মন্দির এবং মান্ডির আরেকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার হিমাচল প্রদেশে ‘খুব ভারী’ বৃষ্টি হয়েছে। যার জেরে অনেক জায়গায় ভূমিধস হয়েছে এবং হড়পা বানও এসেছে৷ এ সময় বহু এলাকা তলিয়ে যায়, রাস্তাঘাট, যানবাহন ও ঘরবাড়ি ভেসে গেছে এবং ৮ জনের মৃত্যু হয়েছে৷
advertisement
advertisement
ঠিক কী রুদ্ধশ্বাসভাবে জলের তোড়ে আটকে থাকা মানুষদের উদ্ধার করা হল তার ভিডিও দেখলেও আঁতকে হচ্ছে৷ রইল ভাইরাল ভিডিও৷
#WATCH | Himachal Pradesh: In a late-night rescue operation, NDRF team rescued 6 people who were stranded in the Beas River near Nagwain village in Mandi district due to the rise in the water level of the river following incessant rainfall in the state.
(Visuals: NDRF) pic.twitter.com/RQMlHKnBUV
— ANI (@ANI) July 10, 2023
advertisement
রাজ্য কর্তৃপক্ষ দুই দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রবল বৃষ্টির পরে, চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক সহ ৭৬৫ টি রাস্তা বন্ধ হয়ে গেছে। লাহুল-স্পিতির চন্দ্রতাল এবং সোলান জেলার সাধুপুল সহ রাজ্যের বিভিন্ন অংশে শত শত মানুষ আটক হয়ে পড়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ভূমিধসের ২০টি বড় ঘটনা এবং আকস্মিক বন্যার ১৭টি ঘটনা ঘটেছে। ৩০টির বেশি বাড়ি সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাভি, বিয়াস, শতদ্রু, সোয়ান ও চেনাবসহ সব বড় নদী অসম্ভব ফুলে ফেঁপে উঠে ভয়াল আকার ধারণ করেছে৷
advertisement
রবিবারের মারাত্মক বৃষ্টিতেই ৮ জনের মৃত্যু হয়ে গেছে৷ রাজ্যের এমার্জেন্সি অপারেশন সেন্টার হিসেবে ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হয়েছে৷
আবহাওয়া দফতরের সিমলা স্থানীয় অফিসের পরিচালক সুরেন্দ্র পাল জানিয়েছেন, রবিবার সোলানে ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার কারণে ১৯৭১ সালে একদিনে ১০৫ মিলিমিটার বৃষ্টির ৫০ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেছে। ১৯৯৩ সালের পর উনায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছিল। মানালিতে ভারী বৃষ্টির কারণে দোকানপাট ভেসে যাওয়ার এবং কুল্লু, কিন্নর এবং চাম্বাতে হড়পা বানে যানবাহন ভেসে যাওয়ার এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 10:20 AM IST