Viral: বাছুর নয়, রোজ গরুর দুধ খেয়ে যাচ্ছে অন্য কেউ! ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা

Last Updated:

Viral: জানা গিয়েছে কর্নাটকের হাভেরি জেলার এই ঘটনা

ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা
ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, সাদা-কালো একটি গাভী আরামে শুয়ে জাবর কাটছে। আর তার কোলের কাছে ঘুরে বেড়াচ্ছে দু’টি শূকরছানা। এক সময় শূকরছানা দু’টি গভীর স্তনে মুখ লাগায়। নিশ্চিন্তে খানিকক্ষণ পান করে দুধ। নির্বিকার গাভীটি। আবার ঘুরে ফিরে আসে শূকরছানারা। ফের ঢুকে যায় গরুর কোলের কাছে। আবার দুগ্ধপান। প্রায় আড়াই মিনিটের এমন ভিডিও অবাক করেছে নেটিজেনদের।
জানা গিয়েছে কর্নাটকের হাভেরি জেলার এই ঘটনা। স্থানীয় ধনেশ্বরনগরে রয়েছে এই গাভী, যে নিয়মিত শূকরছানাদের দুধ দেয়। আসলে এই ছানা শূকরগুলির মা নেই। তাদের দুধ পান করানোর মতোও কেউ নেই। তাই প্রতিদিন বিকেলে এসে গরুর দুধ পান করে শূকরছানারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গরুটি মহেশ জাঙ্গালি নামে এক কৃষকের। শূকরছানা দু’টিও তাঁরই খামারের। দু’টি প্রাণী পারস্পরিক সহাবস্থানের এই দৃশ্য খুব সহজেই মন কেড়ে নিয়েছে তামাম নেটিজেনের।
advertisement
advertisement
বেশির ভাগ মানুষই মনে করছেন, মায়ের মন সব প্রাণীর ক্ষেত্রেই এক রকম। তাই বুকের দুধ খাইয়ে শূকরছানাদের বড় করতে আপত্তি নেই গাভীটির। মহেশ জাঙ্গালিও মা-হারা শূকর-ছানাদের প্রতিপালনে খানিকটা নিশ্চিন্ত হয়েছেন তাঁর গাভীটির জন্য।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral: বাছুর নয়, রোজ গরুর দুধ খেয়ে যাচ্ছে অন্য কেউ! ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না এমন ঘটনা
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement