Deepti Sharma : শাবাশ 'ডিএসপি শর্মা'! ফাইনালের 'নায়িকা' ছিলেন বাংলার ক্রিকেটার, ভারতের বিশ্বকাপ জয়ে নাম লেখা রইল বাংলারও!

Last Updated:

Deepti Sharma : ফাইনালের নায়িকা তিনি। ৫৮ রান, তার সঙ্গে ৫ উইকেট। একেই হয়তো বলে চ্যাম্পিয়ন্স লাক! তিনি ফাইনালে নামলেন, এমন পারফর্ম করলেন, তাঁর নামের সঙ্গে বাংলার নামও জুড়ে গেল। দীপ্তি শর্মা, তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বাংলার হয়েই।

News18
News18
কলকাতা : দেশের প্রয়োজনে বাংলা থাকবে না, তা কি হয়!
স্বাধীনতা সংগ্রাম হোক বা বিদেশি শক্তির সঙ্গে লড়াই, বাংলার নাম লেখা থাকবে সোনার হরফে। ভারত বিশ্বকাপ জিতবে, আর সেই বীরগাঁথায় কোনও এক পৃষ্ঠায় বাংলার নাম থাকবে না, তা তো হয় না! ভারতের মহিলা ক্রিকেট দল ইতিহাস লিখল আজ রাতে। বিশ্বকাপ জয়। আর এই বিশ্বজয়ের লড়াইয়ে লেখা থাকল বাংলার নাম।
একটা সময় বিশ্বকাপে অদৃশ্য কালিতে যেন নিজেদের নাম লিখে রেখেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। তাদের হারাতে পারত না কেউ। যুগের পর যুগ ধরে আধিপত্য কায়েম রেখেছিল তারা। তবে সেসব দিন অতীত। নতুন ভারত লিখছে নতুন ইতিহাস। হরমনপ্রীত, জেমাইমা, দীপ্তিরা রবিবার রাতে মহিলা ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করে ফেললেন।
advertisement
advertisement
ফাইনালের নায়িকা তিনি। ৫৮ রান, তার সঙ্গে ৫ উইকেট। একেই হয়তো বলে চ্যাম্পিয়ন্স লাক! তিনি ফাইনালে নামলেন, এমন পারফর্ম করলেন, তাঁর নামের সঙ্গে বাংলার নামও জুড়ে গেল। দীপ্তি শর্মা, তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বাংলার হয়েই। আদতে উত্তরপ্রদেশের মেয়ে হলেও দীপ্তির যোগ রয়েছে বাংলার ক্রিকেটের সঙ্গে।
তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। একই পদে দায়িত্ব পান ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার দীপ্তি। উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি হন দীপ্তি শর্মা। ভারতের মহিলা ক্রিকেট দলের অল-রাউন্ডার দীপ্তি এর পর বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলেন।
advertisement
আরও পড়ুন- সুন্দর ঝড়ে লন্ডভন্ড অস্ট্রেলিয়া! তৃতীয় ম্যাচে রেকর্ড জয় ভারতের, সিরিজ ১-১
চাকরি পাওয়ার পরই বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার সিদ্ধান্ত নেন দীপ্তি। দীপ্তিকে নো অবজেকশন সার্টিফিকেট দেয় বাংলার ক্রিকেট সংস্থা। তিনি আর বাংলার হয়ে খেলেন না। তবে একটা সময় এই বাংলার হয়ে খেলে, পারফর্ম করেই দীপ্তির জাতীয় দলে খেলা। বাংলার সঙ্গে যে তাঁর গভীর যোগ, সে কথা দীপ্তিও এক বাক্যে স্বীকার করেছেন বরাবর। সেই মেয়ে বিশ্বকাপ ফাইনালের নায়িকা। বাংলারও তো আজ গর্বেরই দিন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Deepti Sharma : শাবাশ 'ডিএসপি শর্মা'! ফাইনালের 'নায়িকা' ছিলেন বাংলার ক্রিকেটার, ভারতের বিশ্বকাপ জয়ে নাম লেখা রইল বাংলারও!
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement