Richa's Record: ‘বাংলা পটকার’ ঝোড়ো পারফরম্যান্স, বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছুঁলেন রিচা

Last Updated:
Richa's Record: বাংলার রিচার ধামাল খেলা, দ্রুত রান তুলে দলকে এগিয়ে দিলেন, ছুঁলেন সিক্সারের বিশ্বরেকর্ড
1/6
Richa's Record:  এলেন -কাজে লাগালেন নিজের বিগ হিটিং স্কিল৷ রবিবার নবী মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের ফাইনালে রিচা ঘোষ মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার  রেকর্ড ছুঁয়ে ফেললেন।
Richa's Record:  এলেন -কাজে লাগালেন নিজের বিগ হিটিং স্কিল৷ রবিবার নবী মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৫ সালের ফাইনালে রিচা ঘোষ মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার  রেকর্ড ছুঁয়ে ফেললেন।
advertisement
2/6
ধারাভাষ্যকাররা এদিন তাঁকে ‘Bengal Patakha’ বলেন৷ আর বলবেন নাই বা কেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাঁর ইনিংসে দুটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লির ১২টি ছক্কার রেকর্ডের সমান হন।
ধারাভাষ্যকাররা এদিন তাঁকে ‘Bengal Patakha’ বলেন৷ আর বলবেন নাই বা কেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাঁর ইনিংসে দুটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লির ১২টি ছক্কার রেকর্ডের সমান হন।
advertisement
3/6
মহিলা বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ের আগে, হরমনপ্রীত কউর আট ইনিংসে ১১টি ছক্কা মেরে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছিলেন ২০২৫ মহিলা বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে ভারতীয় হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার মালকিন হলেন রিচা৷
মহিলা বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ের আগে, হরমনপ্রীত কউর আট ইনিংসে ১১টি ছক্কা মেরে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছিলেন ২০২৫ মহিলা বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে ভারতীয় হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার মালকিন হলেন রিচা৷
advertisement
4/6
এদিন রিচা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ২ টি ছক্কা দিয়ে৷
এদিন রিচা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ২ টি ছক্কা দিয়ে৷
advertisement
5/6
খেলার যখন ১০ ওভার বাকি ছিল তখন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর আউট হয়ে যান৷ ভারত সেই সময়ে ঠিকঠাক জায়গায় ছিল৷ কিন্তু পাহাড় প্রমাণ স্কোর করার জন্য তাদের দ্রুতগতিতে রান তোলা প্রয়োজন ছিল। এই ধরণের পরিস্থিতিতে রিচা যে কার্যকারী তা সকলেই জানেন৷ এবারের বিশ্বকাপে ফর্মেও রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান৷ পরিস্থিতিটি রিচা ঘোষের জন্য উপযুক্ত বলে মনে হয়েছিল, যিনি তাঁর ক্লিন হিটিং এবং ইনিংস ফিনিশ করার ক্ষমতার জন্য পরিচিত।
খেলার যখন ১০ ওভার বাকি ছিল তখন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর আউট হয়ে যান৷ ভারত সেই সময়ে ঠিকঠাক জায়গায় ছিল৷ কিন্তু পাহাড় প্রমাণ স্কোর করার জন্য তাদের দ্রুতগতিতে রান তোলা প্রয়োজন ছিল। এই ধরণের পরিস্থিতিতে রিচা যে কার্যকারী তা সকলেই জানেন৷ এবারের বিশ্বকাপে ফর্মেও রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান৷ পরিস্থিতিটি রিচা ঘোষের জন্য উপযুক্ত বলে মনে হয়েছিল, যিনি তাঁর ক্লিন হিটিং এবং ইনিংস ফিনিশ করার ক্ষমতার জন্য পরিচিত।
advertisement
6/6
তবে, ম্যানেজমেন্ট তার পরিবর্তে অমনজোত কউরকে পাঠানোর সিদ্ধান্ত নেয় — এমন একটি পদক্ষেপ যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অমনজোত ১৪ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷
তবে, ম্যানেজমেন্ট তার পরিবর্তে অমনজোত কউরকে পাঠানোর সিদ্ধান্ত নেয় — এমন একটি পদক্ষেপ যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অমনজোত ১৪ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
advertisement
advertisement