Richa's Record: ‘বাংলা পটকার’ ঝোড়ো পারফরম্যান্স, বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছুঁলেন রিচা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Richa's Record: বাংলার রিচার ধামাল খেলা, দ্রুত রান তুলে দলকে এগিয়ে দিলেন, ছুঁলেন সিক্সারের বিশ্বরেকর্ড
advertisement
advertisement
advertisement
advertisement
খেলার যখন ১০ ওভার বাকি ছিল তখন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর আউট হয়ে যান৷ ভারত সেই সময়ে ঠিকঠাক জায়গায় ছিল৷ কিন্তু পাহাড় প্রমাণ স্কোর করার জন্য তাদের দ্রুতগতিতে রান তোলা প্রয়োজন ছিল। এই ধরণের পরিস্থিতিতে রিচা যে কার্যকারী তা সকলেই জানেন৷ এবারের বিশ্বকাপে ফর্মেও রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান৷ পরিস্থিতিটি রিচা ঘোষের জন্য উপযুক্ত বলে মনে হয়েছিল, যিনি তাঁর ক্লিন হিটিং এবং ইনিংস ফিনিশ করার ক্ষমতার জন্য পরিচিত।
advertisement
