Shafali Shines In WC Final: বিশ্বকাপ ফাইনালে শাপমোচন শাফালির, যে রেকর্ড ছেলেদেরও নেই গড়ে ফেললেন সেই রেকর্ড, ধামাকা ইনিংসে আগুনে পাওয়ার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shafali Verma New Record: শাফালি ভর্মার নয়া রেকর্ড, যা নেই শুধু মহিলা-পুরুষ বিশ্বকাপ কোনও ফাইনালেই...
২০২৫ সালের মহিলা বিশ্বকাপের ফাইনালে তিন বছর বাদে প্রথম অর্ধশতরান করলেন শাফালি ভর্মা৷ একটুর জন্য শতরান মিস হলেও যে ইনিংস খেললেন তাতে ইতিহাসে ভারতের ২১ বছরের শাফালি৷ টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিশ্বাসের প্রতিদান হাতে হাতে দিলেন শাফালি ভার্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ভারতকে দুর্দান্ত একটা সূচনা দেন শাফালি ও স্মৃতি জুটি৷ ৪৯ বলে পঞ্চাশ রান করেন শাফালি।
advertisement
advertisement
কিন্তু তাঁকেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বে বিকল্প হিসেবে ডাকার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট৷ শাফালিকে দলে নেওয়া হলেও সেমিফাইনালে তাঁর অবদান তেমন ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৫ বলে ১০ রান করে আউট হয়েছিলেন এই ওপেনার, রবিবার, ২ নভেম্বরের ভারতের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তার কাছ থেকে প্রত্যাশা বেশি ছিল।
advertisement
advertisement
advertisement
