Indian Women Cricket Team: ঐতিহাসিক জয়ের পর দেশ উৎসবের পরিবেশ। শুভেচ্ছার জোয়ারে ভাসছে হরমনপ্রীত কউরের দল। শুভেচ্ছা জানাসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অসংখ্য বিশিষ্টরা।
মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অধরা ট্রফি অবশেষে দেশে আসায় আবেগে ভেসেছেন ক্রিকেটাররা। ঐতিহাসিক জয়ের পর দেশ উৎসবের পরিবেশ। শুভেচ্ছার জোয়ারে ভাসছে হরমনপ্রীত কউরের দল। শুভেচ্ছা জানাসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অসংখ্য বিশিষ্টরা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন,”ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য! ইতিহাস সৃষ্টি করেছে তারা—এই প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা দল। তারা দীর্ঘদিন ধরেই দুর্দান্ত খেলছে, আর আজ তাদের প্রতিভা ও পারফরম্যান্সের উপযুক্ত ফল তারা পেয়েছে। এই ঐতিহাসিক মুহূর্ত মহিলা ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমি গভীরভাবে শুভেচ্ছা জানাই ভারতকে গর্বিত করার জন্য।”
advertisement
My heartiest congratulations to each and every member of the Indian women cricket team on winning the ICC Women’s Cricket World Cup 2025! They have created history by winning it for the first time. They have been playing well and today they got the result befitting their talent…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে ভারতীয় মহিল ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন,”আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়! ফাইনালে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসে ভরপুর। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি দেখিয়েছে অনন্য দলগত সমন্বয় ও দৃঢ় মানসিকতা। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলায় অনুপ্রাণিত করবে।”
advertisement
A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…
বালার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ পুরো দেশ আমাদের উইমেন ইন ব্লুদের নিয়ে গর্বে উচ্ছ্বসিত তাদের বিশ্বকাপ ফাইনালের অসাধারণ কৃতিত্বের জন্য। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা যে লড়াইয়ের মনোভাব দেখিয়েছে এবং যে দাপট প্রদর্শন করেছে, তা প্রজন্মের পর প্রজন্মের মেয়েদের জন্য প্রেরণা হয়ে থাকবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা বিশ্বমানের একটি দল, সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য, এবং আমাদের অসংখ্য দারুণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরাই আমাদের নায়ক। ভবিষ্যতে তোমাদের জন্য আরও অনেক বড় জয় অপেক্ষা করছে। আমরা তোমাদের পাশে আছি!”
advertisement
Today, the entire nation is incredibly proud of our Women in Blue for their feat in the World Cup final.
The fight they showed and the command they displayed throughout the tournament will be an inspiration for generations of young girls.
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৯৮ রান করেছে। সর্বোচ্চ ৮৭ রান করছে শেফালি ভার্মা। এছাড়া হাফ সেঞ্চুরি করেছেন দীপ্তি শর্মা। উল্লেখযোগ্য অবদান রেখেছেন স্মৃতি মন্ধনা ও রিচা ঘোষ। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট হয়ে যায়। উলভার্ট সেঞ্চুরি করলেও তা কাজে আসেনি। দীপ্তি শর্মা সর্বোচ্চ ৫টি উইকেট নেন।