Viral Video: ঘরের মধ্যে ওটা কী! সর্বনাশ! বাড়ি ছেড়ে পালাল সকলে, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Viral Video: এখন আমাদের দেশে বর্ষাকাল চলছে। দেশের বিভিন্ন রাজ্যে এবং নদীনালায় স্বাভাবিকের চেয়ে বেশি জলস্তর রয়েছে।
কোটা: বর্ষাকালে সমস্ত নদী, ছোট-বড় জলাশয় ইত্যাদি জলে ভরে গেলে অনেক সময়ই বন্য প্রাণী ও কীটপতঙ্গরা শুকনো স্থানে আশ্রয়ের খোঁজে গর্ত থেকে বেরিয়ে আসে। এর মধ্যে সাধারণ কীটপতঙ্গ বা সরীসৃপ যেমন রয়েছে, তেমনই বিষধর পোকামাকড় এবং সাপের মতো বিপজ্জনক প্রাণীও।
এখন আমাদের দেশে বর্ষাকাল চলছে। দেশের বিভিন্ন রাজ্যে এবং নদীনালায় স্বাভাবিকের চেয়ে বেশি জলস্তর রয়েছে। ফলে অনেক স্থানেই বন্য প্রাণী ও কীট পতঙ্গের উপদ্রব শুরু হয়েছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে কোটার পুনম কলোনি এলাকায়। সেখানে প্রায় ৫ ফুট লম্বা একটি কালো রঙের কোবরা সাপ ঢুকে পড়ে কলোনির একটি বাড়িতে। বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যরা কোবরাটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে চলে যান। এরপর পরিবারের সদস্যরা অনেকক্ষণ ধরে সাপটিকে তাড়ানোর চেষ্টা করলেও কাজ হয়নি। বরং তাড়া খেয়ে সাপটি ঘরের আরও ভেতরে প্রবেশ করতে থাকে। পরে অবশ্য এটিকে উদ্ধার করা হয়।
advertisement
advertisement
সর্প-উদ্ধারকারী গোবিন্দ শর্মা জানান, তিনি পুনম কলোনি থেকে সাপটিকে উদ্ধারের জন্য ফোন পান। যথাসময়ে সেখানে গিয়ে একটি কালো রঙের কোবরা সাপ দেখতে পান। ওই সাপটিকে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। কোনও ভাবেই সাপটিকে তাড়াতে না পেরে কোবরা সাপটিকে উদ্ধার করতে ডাকা হয় সর্প-উদ্ধারকারী গোবিন্দ শর্মাকে।
advertisement
দীর্ঘক্ষণের এক সংগ্রামের পর গোবিন্দ শর্মা সফল ভাবে ওই কালো কোবরা সাপটিকে উদ্ধার করেন এবং বন বিভাগের কর্মকর্তাদের কাছে বিষয়টি জানান। পরে বনদফতরের আশ্বাস পেলে সাপটিকে বনে ছেড়ে দেওয়া হয়। এরপরে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। গোবিন্দ শর্মা জানিয়েছেন যে এরকম প্রায়ই ঘটে। এর আগেও চম্বল গার্ডেন রোডের কাছে তৈরি একটি বাড়িতে একটি অজগর ঘরে ঢুকে গিয়েছিল। ওই অজগরটিকে উদ্ধার করতেও গোবিন্দ শর্মাকে ডাকা হয়। পরে অজগরটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 9:30 AM IST