Viral Video | Coromandel Express Accident: চলছিল খাওয়া-দাওয়া! শুয়ে পড়েছেন কেউ! হঠাৎ বিকট আওয়াজ! অন্ধকার! দুর্ঘটনার সময় ট্রেনের ভিতরে ঠিক কী হয়েছিল? ভাইরাল ভয়াবহ ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video | Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুহূর্তে ট্রেনের ভিতরে যা ঘটেছিল, দেখলে শিউরে উঠবেন!
ওড়িশা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার বেশ কয়েকদিন কেটে গেলেও রেশ কাটেনি। এই ঘটনার বহু ছবি ও ভিডিও সামনে এসেছে যা আতঙ্ক ধরিয়েছে। মৃতের সংখ্যা হুহু করে বেড়েছে। আহত হয়েছেন বহু মানুষ। বেশ কয়েকদিনের চেষ্টায় ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে ট্রেন পরিষেবা। বুধবার থেকেই আবার চালু! কিন্তু এত সবের মাঝেও মানুষ কিন্তু স্বাভাবিক হতে পারেননি। এই দুর্ঘটনায় বহু মানুষ অকারণে প্রাণ হারিয়েছেন। কেই সন্তান হারা, তো কেউ হারিয়েছেন গোটা পরিবারকেই। শোকে পাথর অনেকেই। বেঁচে ফিরেও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না।
এখনও অনেকেই জানেন না তাঁদের আপনজনের খোঁজ। তবে অনেকটাই শনাক্ত হয়েছে। আর্থিক সাহায্যও মিলছে। তবুও পিছু ছাড়ছে না আতঙ্কের রাত। আর এসবের মাঝেই সামনে এল এক ভয়াবহ ভিডিও! দুর্ঘটনার সময় ট্রেনের মধ্যে কী হয়েছিল? এ নিয়ে বেঁচে ফেরা মানুষ অনেক কিছুই জানিয়েছেন। তবে সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেসের একটি ভিডিও সামনে এসেছে। যা মুহূর্তে বুক কাঁপিয়ে দেবে।
advertisement
advertisement
ভাইরাল ভিডিওটি দুর্ঘটনার সময় তোলা। এই ভিডিওটি ওড়িশা অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের এসি কোচে শান্তিতে বসে আছেন যাত্রীরা। রেলকর্মী পরিস্কার করছেন কোচ। একজন ততক্ষণে লোয়ার বাথে শুয়ে রয়েছেন। এই ট্রেনে বহু অসুস্থ রোগীরা যান। ভেলোরে চিকিৎসা করাতে। তেমন অনেকেই ছিলেন। খুব স্বাভাবিক ছিল ট্রেনের পরিস্থিতি।
advertisement
আরও পড়ুন:
হঠাৎ তীব্র আওয়াজ আর অন্ধকার হয়ে গেল চারিদিক। চিৎকার, আর্তনাদ। ভয়াবহ এই ভিডিও দেখলেই বোঝা যায় সে সময় কী ঘটেছিল। এই ভিডিও হুহু করে ভাইরাল। সকলের একটাই কামনা এমন ঘটনা যেন আর ফিরে না আসে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2023 2:04 PM IST

