Viral Video: 'শিক্ষককে গ্রেফতার করুন...' থানায় হাজির খুদে পড়ুয়া! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: নিজেরই শিক্ষকের প্রতি অভিযোগ জানিয়ে থানায় হাজির হতে দেখা গেল এক খুদে পড়ুয়াকে। নেপথ্যের 'গুরুতর কারণ' চমকে দেবে!
#ভাইরাল ভিডিও : এ কথা বাচ্চারাও জানে যে সাধারণত কারোর প্রতি আমাদের কোনও অভিযোগ থাকলে বা হঠাৎ করে কোনও সাহায্যের প্রয়োজন হলে আমরা সবার প্রথমে পুলিশের দ্বারস্থ হই। কারণ পুলিশের কাছ থেকেই সঠিক পরিষেবা পাওয়া যাবে বলে মনে করা হয়। বিপদের বন্ধু যেমন পুলিশ তেমনই তারাই আইনের রক্ষক। সাধারণ মানুষ তাই বিপদে পড়লেই ছুটে যান পুলিশের কাছে। কিন্তু এবার নিজেরই শিক্ষকের প্রতি অভিযোগ (Viral Video) জানিয়ে থানায় হাজির হতে দেখা গেল এক খুদে পড়ুয়াকে (Boy Complains Against Teacher)।
অবাক লাগল শুনে? কিন্তু সম্প্রতি এইরকমই এক ঘটনা ঘটেছে। এক্কেবারে বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছে দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া। রীতিমতো থানার দরজা ঠেলে ঢুকেই পুলিশকে নিজের অভিযোগ জানিয়ে দেয় সে। আর তাতেই চোখ কপালে থানার আধিকারিকদের।
advertisement
advertisement
থানায় ঢুকে অফিসারদের সামনে তেলেঙ্গানার মাহাবুবাবাদ জেলার বেয়ারাম মন্ডলের একটি বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র (Boy Complains Against Teacher) অনিল নায়েক জানিয়েছে, স্কুলের এক শিক্ষক তাকে মারধর করেছেন। পাশাপাশি, সে আরও জানায়, পুরো ক্লাসের মধ্যে শুধুমাত্র তাকেই মারধর করা হয়েছে। আর তাতেই ক্ষোভে অপমানে থানার দরজায় একরত্তি পড়ুয়া।
advertisement
এদিকে, এই ঘটনার ভিত্তিতে পুলিশ ইন্সপেক্টর রমাদেবী, তাকে মারার কারণ হিসেবে জানতে চাইলে ওই খুদে পড়ুয়া সারল্যের সঙ্গে জানায়, যেহেতু সে পড়া করে যায়নি তাই তাকে মেরেছেন ওই শিক্ষক। যদিও, শিশুটির (Viral Video) অত্যন্ত নিষ্পাপ মানসিকতার এমন দাবিতে রীতিমতো হতবাক হয়ে যান সবাই।
*Officer…..!!* *Teacher Kottindi…!* 2nd class student complaint 😂@spmahabubabad జిల్లా బయ్యారం మండల కేంద్రంలోని ఓ ఫ్రైవేట్ స్కూల్ లో విద్యార్థిని కొట్టిన టీచ్చర్ ..
2వ తరగతి చదువుతున్న అనిల్ అనే విద్యార్ధి.#Hyderabad pic.twitter.com/7B6pvc0ZBs — Abhinay Deshpande (@iAbhinayD) March 5, 2022
advertisement
শিশু মনে মারধরের এই গভীর প্রভাব দেখে পুলিশ অফিসাররাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এদিকে, অনিলের এহেন অভিযোগ শোনার পর পুলিশ তাকে নিয়ে ওই স্কুলে যায়। পাশাপাশি, সেখানে তার অভিযোগের কথা স্কুল কর্তৃপক্ষকেও জানায় পুলিশ। এছাড়াও, কতটা কষ্ট পেলে একজন খুদে পড়ুয়া সরাসরি থানায় গিয়ে শিক্ষকের গ্রেফতারের অভিযোগ তুলতে পারে তাও স্কুলকে বোঝানো হয়।
advertisement
তবে শিশুটিকেও আশ্বস্ত করেন মহিলা ইন্সপেক্টর। শিশুটিকে আদর করে তিনি জানিয়ে দেন যে, আর তাকে কেউ মারবে না (Viral Video)। কিন্তু, শিশুটি তখনও শিক্ষকের (Boy Complains Against Teacher) গ্রেফতারের প্রসঙ্গটি তুলতে থাকে। শেষে পুলিশ ইন্সপেক্টর জানান, “সবাইকে বকে দিয়েছি। কেউ আর তোমাকে মারবে না।” এদিকে, এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে ওই এলাকায়। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video) ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 9:48 AM IST