Wedding: পাকে পাকে সাত পাকে! কনের 'এই' মন্ত্রোচ্চারণে সংসারে ব্যাপক প্রভাব! বদলে যায় জীবন

Last Updated:
Wedding: সাত পাকের প্রতিটি পাকে, বর কনেকে একটি নতুন প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এই সময় নববধূ প্রতিটি পাকে কী বলেন?
1/9
বিয়ে এক চিরন্তন সামাজিক সম্পর্ক যা অটুট বলে মনে করা হয়। যে কোনও বিবাহ রীতিনীতি পালনের সময় যখন বর-কনে একে অপরকে প্রতিশ্রুতি দেন, তখন উভয়েই জীবনের একটি নতুন সম্পর্কে প্রবেশ করেন। সাত পাকের প্রতিটি পাকে, বর কনেকে একটি নতুন প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এই সাতটি রাউন্ডের সময় নববধূ প্রতিটি পাকে কী বলেন?
বিয়ে এক চিরন্তন সামাজিক সম্পর্ক যা অটুট বলে মনে করা হয়। যে কোনও বিবাহ রীতিনীতি পালনের সময় যখন বর-কনে একে অপরকে প্রতিশ্রুতি দেন, তখন উভয়েই জীবনের একটি নতুন সম্পর্কে প্রবেশ করেন। সাত পাকের প্রতিটি পাকে, বর কনেকে একটি নতুন প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এই সাতটি রাউন্ডের সময় নববধূ প্রতিটি পাকে কী বলেন?
advertisement
2/9
সাত পাকের প্রতিটি পাকে, বর কনেকে একটি নতুন প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এই সাতটি রাউন্ডের সময় নববধূ প্রতিটি পাকে কী বলেন?
সাত পাকের প্রতিটি পাকে, বর কনেকে একটি নতুন প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এই সাতটি রাউন্ডের সময় নববধূ প্রতিটি পাকে কী বলেন?
advertisement
3/9
৭টি গ্রহ, ৭টি সমতল, ৭টি মহাসাগর, সাত ঋষি, সাতটি গ্রহ, সাতটি চক্র, সাতটি ঘোড়ারও উল্লেখ রয়েছে ভারতীয় সংস্কৃতি ও পুরাণে। আবার সূর্যেরও রয়েছে সেই সপ্ত রশ্মি। সেখানে সপ্ত ধাতু, সপ্ত পুরী, সাত নক্ষত্র, সপ্ত দ্বীপ, সাত দিন, সবেতেই সেই সাত। মন্দির বা প্রতিমার প্রদক্ষিণ ইত্যাদির ক্ষেত্রেও সাতের উল্লেখ রয়েছে। এই কারণেই হিন্দু বিয়েতে সাত পাকের ঘোরার প্রচলন বলেই মনে করা হয়।
৭টি গ্রহ, ৭টি সমতল, ৭টি মহাসাগর, সাত ঋষি, সাতটি গ্রহ, সাতটি চক্র, সাতটি ঘোড়ারও উল্লেখ রয়েছে ভারতীয় সংস্কৃতি ও পুরাণে। আবার সূর্যেরও রয়েছে সেই সপ্ত রশ্মি। সেখানে সপ্ত ধাতু, সপ্ত পুরী, সাত নক্ষত্র, সপ্ত দ্বীপ, সাত দিন, সবেতেই সেই সাত। মন্দির বা প্রতিমার প্রদক্ষিণ ইত্যাদির ক্ষেত্রেও সাতের উল্লেখ রয়েছে। এই কারণেই হিন্দু বিয়েতে সাত পাকের ঘোরার প্রচলন বলেই মনে করা হয়।
advertisement
4/9
মন্দির বা প্রতিমার প্রদক্ষিণ ইত্যাদির ক্ষেত্রেও সাতের উল্লেখ রয়েছে। এই কারণেই হিন্দু বিয়েতে সাত পাকের ঘোরার প্রচলন বলেই মনে করা হয়।
মন্দির বা প্রতিমার প্রদক্ষিণ ইত্যাদির ক্ষেত্রেও সাতের উল্লেখ রয়েছে। এই কারণেই হিন্দু বিয়েতে সাত পাকের ঘোরার প্রচলন বলেই মনে করা হয়।
advertisement
5/9
সবাই জানেন যে কনে সাত পাকে হবু বরের সঙ্গে ঘোরার সময় তাঁর বাম পাশে থাকেন। বিয়েতে বসেনও বাম পাশে। আসলে, এক্ষেত্রে তাঁর এই বাম স্থান নির্ধারণের পিছনেও কিন্তু রয়েছে অনেক কারণ। একে 'ভামাং'ও বলা হয়। এর অর্থ স্বামীর বাম দিক। এবার জেনে নেওয়া যাক সাত পাকে স্বামীর বাম দিকে থেকে ঘোরার সময় আদতে ঠিক কী বলেন কনে?
সবাই জানেন যে কনে সাত পাকে হবু বরের সঙ্গে ঘোরার সময় তাঁর বাম পাশে থাকেন। বিয়েতে বসেনও বাম পাশে। আসলে, এক্ষেত্রে তাঁর এই বাম স্থান নির্ধারণের পিছনেও কিন্তু রয়েছে অনেক কারণ। একে 'ভামাং'ও বলা হয়। এর অর্থ স্বামীর বাম দিক। এবার জেনে নেওয়া যাক সাত পাকে স্বামীর বাম দিকে থেকে ঘোরার সময় আদতে ঠিক কী বলেন কনে?
advertisement
6/9
আসলে, এক্ষেত্রে তাঁর এই বাম স্থান নির্ধারণের পিছনেও কিন্তু রয়েছে অনেক কারণ। একে 'ভামাং'ও বলা হয়। এর অর্থ স্বামীর বাম দিক। এবার জেনে নেওয়া যাক সাত পাকে স্বামীর বাম দিকে থেকে ঘোরার সময় আদতে ঠিক কী বলেন কনে? প্রতীকী ছবি।
আসলে, এক্ষেত্রে তাঁর এই বাম স্থান নির্ধারণের পিছনেও কিন্তু রয়েছে অনেক কারণ। একে 'ভামাং'ও বলা হয়। এর অর্থ স্বামীর বাম দিক। এবার জেনে নেওয়া যাক সাত পাকে স্বামীর বাম দিকে থেকে ঘোরার সময় আদতে ঠিক কী বলেন কনে? প্রতীকী ছবি।
advertisement
7/9
উল্লেখ্যযোগ্য বিষয় হল, বস্তুত পুরুষদের ডান দিক এবং মহিলাদের বাম দিক শারীরবিদ্যা ও জ্যোতির্বিদ্যাতে শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে মহিলাদের বাম হাতও সবসময় দেখা হয়ে থাকে বলেও প্রায় সকলেরই জানা। এর পেছনেও রয়েছে একই কারণ।
উল্লেখ্যযোগ্য বিষয় হল, বস্তুত পুরুষদের ডান দিক এবং মহিলাদের বাম দিক শারীরবিদ্যা ও জ্যোতির্বিদ্যাতে শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে মহিলাদের বাম হাতও সবসময় দেখা হয়ে থাকে বলেও প্রায় সকলেরই জানা। এর পেছনেও রয়েছে একই কারণ।
advertisement
8/9
বলা হয়ে থাকে মানুষের শরীরের বাম দিক বিশেষ করে মস্তিষ্ক সৃজনশীলতার প্রতীক। অন্যদিকে, ডান অংশটি কর্মমুখী। এই কারণেই যখন সাতটি ব্রত নেওয়া হয়, তখন প্রতিটি প্রতিশ্রুতির পরে কনে বলেন যে 'আমি তোমার বামঙ্গে আসতে রাজি'। অর্থাৎ কনে তার বরের বাম পাশে আসতে প্রস্তুত।
বলা হয়ে থাকে মানুষের শরীরের বাম দিক বিশেষ করে মস্তিষ্ক সৃজনশীলতার প্রতীক। অন্যদিকে, ডান অংশটি কর্মমুখী। এই কারণেই যখন সাতটি ব্রত নেওয়া হয়, তখন প্রতিটি প্রতিশ্রুতির পরে কনে বলেন যে 'আমি তোমার বামঙ্গে আসতে রাজি'। অর্থাৎ কনে তার বরের বাম পাশে আসতে প্রস্তুত।
advertisement
9/9
সাত কেন নম্বর? সাত পাকেই কেন বাঁধা পড়েন বর-কনে? প্রথাগত বিশ্বাস অনুসারে, ৭ নম্বরটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ভারতীয় সংস্কৃতির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতীয় সংস্কৃতিতে সঙ্গীতে রয়েছে ৭টি স্বর, আবার রামধনুর রং সেই সাত।
সাত কেন নম্বর? সাত পাকেই কেন বাঁধা পড়েন বর-কনে? প্রথাগত বিশ্বাস অনুসারে, ৭ নম্বরটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ভারতীয় সংস্কৃতির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতীয় সংস্কৃতিতে সঙ্গীতে রয়েছে ৭টি স্বর, আবার রামধনুর রং সেই সাত।
advertisement
advertisement
advertisement