বলা হয়ে থাকে মানুষের শরীরের বাম দিক বিশেষ করে মস্তিষ্ক সৃজনশীলতার প্রতীক। অন্যদিকে, ডান অংশটি কর্মমুখী। এই কারণেই যখন সাতটি ব্রত নেওয়া হয়, তখন প্রতিটি প্রতিশ্রুতির পরে কনে বলেন যে 'আমি তোমার বামঙ্গে আসতে রাজি'। অর্থাৎ কনে তার বরের বাম পাশে আসতে প্রস্তুত (What Bride Says At Saat Phera)। প্রতীকী ছবি।