Wedding: পাকে পাকে সাত পাকে! কনের 'এই' মন্ত্রোচ্চারণে সংসারে ব্যাপক প্রভাব! বদলে যায় জীবন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Wedding: সাত পাকের প্রতিটি পাকে, বর কনেকে একটি নতুন প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এই সময় নববধূ প্রতিটি পাকে কী বলেন?
বিয়ে এক চিরন্তন সামাজিক সম্পর্ক যা অটুট বলে মনে করা হয়। যে কোনও বিবাহ রীতিনীতি পালনের সময় যখন বর-কনে একে অপরকে প্রতিশ্রুতি দেন, তখন উভয়েই জীবনের একটি নতুন সম্পর্কে প্রবেশ করেন। সাত পাকের প্রতিটি পাকে, বর কনেকে একটি নতুন প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে এই সাতটি রাউন্ডের সময় নববধূ প্রতিটি পাকে কী বলেন?
advertisement
advertisement
৭টি গ্রহ, ৭টি সমতল, ৭টি মহাসাগর, সাত ঋষি, সাতটি গ্রহ, সাতটি চক্র, সাতটি ঘোড়ারও উল্লেখ রয়েছে ভারতীয় সংস্কৃতি ও পুরাণে। আবার সূর্যেরও রয়েছে সেই সপ্ত রশ্মি। সেখানে সপ্ত ধাতু, সপ্ত পুরী, সাত নক্ষত্র, সপ্ত দ্বীপ, সাত দিন, সবেতেই সেই সাত। মন্দির বা প্রতিমার প্রদক্ষিণ ইত্যাদির ক্ষেত্রেও সাতের উল্লেখ রয়েছে। এই কারণেই হিন্দু বিয়েতে সাত পাকের ঘোরার প্রচলন বলেই মনে করা হয়।
advertisement
advertisement
সবাই জানেন যে কনে সাত পাকে হবু বরের সঙ্গে ঘোরার সময় তাঁর বাম পাশে থাকেন। বিয়েতে বসেনও বাম পাশে। আসলে, এক্ষেত্রে তাঁর এই বাম স্থান নির্ধারণের পিছনেও কিন্তু রয়েছে অনেক কারণ। একে 'ভামাং'ও বলা হয়। এর অর্থ স্বামীর বাম দিক। এবার জেনে নেওয়া যাক সাত পাকে স্বামীর বাম দিকে থেকে ঘোরার সময় আদতে ঠিক কী বলেন কনে?
advertisement
advertisement
advertisement
advertisement