দু’মুখো হাঙর! জালে ধারা পড়ল, তারপর... দেখুন

Last Updated:

জালে দু’মুখো হাঙর দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে যান পালঘরের (Palghar) মৎসজীবী৷ পরে অবশ্য সেটা ছেড়ে দেন তিনি৷

#মুম্বই: মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলেছিলেন মৎসজীবী৷ এটাই তাঁর প্রতিদিনের কাজ৷ কিন্তু জালে যে মাছ ওঠে তা দেখে প্রথমে বেশ ঘাবড়ে যান মহারাষ্ট্রের পালঘরের সতপতি গ্রামের মৎসজীবী নীতিন পাতিল৷ দেখেন যে, ছয় ইঞ্চির ছোট হাঙর উঠেছে তাঁর জালে৷ তবে আশ্চর্যের বিষয় হল এই ছোট হাঙরের রয়েছে দুটি মুখ৷ যা একেবারেই বিরল৷ তাই তো এমন ছোট হাঙর দেখে খুবই অবাক হয়েছিলেন জেলে৷ এর আগে প্রচুর মাছ দেখেছেন তিনি৷ তবে এমন হাঙর কখনও দেখেননি বলেছেন, নীতিন৷ যা দেখেই প্রথমে চমকে ওঠেন এবং পরে তা সমুদ্রে ছেড়েও দেন৷
শুক্রবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের পালঘরের সাতপতি গ্রামে৷ এই গ্রামেই বহুদিন ধরে মাছ ধরার সঙ্গে যুক্ত রয়েছেন নীতিন৷ কিন্তু কোনও দিন এমন হাঙর তিনি দেখেননি৷ ফলে দু’মুখো হাঙর দেখেই তিনি সেই ছবি ক্যামেরা বন্দি করে ফেলেন৷ তারপর সেটিকে জলে ছেড়ে দেন৷ কারণ নীতিনের স্পষ্ট কথা, এত ছোট মাছ তারা খান না এবং দু’মুখো হাঙর মেরে খাওয়ার তো প্রশ্নই নেই৷ তবে যেহেতু এমন প্রাণী কম দেখা যায় বা একেবারে দেখাই যায় না৷ তাই জালে এমন ছোট হাঙর তার ছবি তুলে রাখেন তিনি৷
advertisement
advertisement
advertisement
পরবর্তীতে এই বেবি শার্কের (Two-Headed Baby)ছবি ইন্ডিয়ান কাউন্সিল ফর অ্যাগ্রিকালচারাল রিসার্চের গবেষকদের কাছে পাঠান পালঘরের মৎসজীবী৷ এবং সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এটিকে বিরল বলেই জানিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবি এখন রীতিমতো ভাইরাল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দু’মুখো হাঙর! জালে ধারা পড়ল, তারপর... দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement