দু’মুখো হাঙর! জালে ধারা পড়ল, তারপর... দেখুন

Last Updated:

জালে দু’মুখো হাঙর দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে যান পালঘরের (Palghar) মৎসজীবী৷ পরে অবশ্য সেটা ছেড়ে দেন তিনি৷

#মুম্বই: মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলেছিলেন মৎসজীবী৷ এটাই তাঁর প্রতিদিনের কাজ৷ কিন্তু জালে যে মাছ ওঠে তা দেখে প্রথমে বেশ ঘাবড়ে যান মহারাষ্ট্রের পালঘরের সতপতি গ্রামের মৎসজীবী নীতিন পাতিল৷ দেখেন যে, ছয় ইঞ্চির ছোট হাঙর উঠেছে তাঁর জালে৷ তবে আশ্চর্যের বিষয় হল এই ছোট হাঙরের রয়েছে দুটি মুখ৷ যা একেবারেই বিরল৷ তাই তো এমন ছোট হাঙর দেখে খুবই অবাক হয়েছিলেন জেলে৷ এর আগে প্রচুর মাছ দেখেছেন তিনি৷ তবে এমন হাঙর কখনও দেখেননি বলেছেন, নীতিন৷ যা দেখেই প্রথমে চমকে ওঠেন এবং পরে তা সমুদ্রে ছেড়েও দেন৷
শুক্রবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের পালঘরের সাতপতি গ্রামে৷ এই গ্রামেই বহুদিন ধরে মাছ ধরার সঙ্গে যুক্ত রয়েছেন নীতিন৷ কিন্তু কোনও দিন এমন হাঙর তিনি দেখেননি৷ ফলে দু’মুখো হাঙর দেখেই তিনি সেই ছবি ক্যামেরা বন্দি করে ফেলেন৷ তারপর সেটিকে জলে ছেড়ে দেন৷ কারণ নীতিনের স্পষ্ট কথা, এত ছোট মাছ তারা খান না এবং দু’মুখো হাঙর মেরে খাওয়ার তো প্রশ্নই নেই৷ তবে যেহেতু এমন প্রাণী কম দেখা যায় বা একেবারে দেখাই যায় না৷ তাই জালে এমন ছোট হাঙর তার ছবি তুলে রাখেন তিনি৷
advertisement
advertisement
advertisement
পরবর্তীতে এই বেবি শার্কের (Two-Headed Baby)ছবি ইন্ডিয়ান কাউন্সিল ফর অ্যাগ্রিকালচারাল রিসার্চের গবেষকদের কাছে পাঠান পালঘরের মৎসজীবী৷ এবং সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এটিকে বিরল বলেই জানিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবি এখন রীতিমতো ভাইরাল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দু’মুখো হাঙর! জালে ধারা পড়ল, তারপর... দেখুন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement